ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার সকাল (Weather Forecast) থেকেই কলকাতার আকাশ ঢেকে রয়েছে মেঘে। সূর্যের মুখ দেখা যায়নি বললেই চলে। কিন্তু তাতেও মিলছে না স্বস্তি। বরং জলীয় বাষ্পে ভরপুর বাতাসের কারণে প্রচণ্ড আর্দ্রতাজনিত অস্বস্তিতে কাহিল শহরবাসী। এমন পরিস্থিতিতে কলকাতা সহ গোটা রাজ্যেই আবারও সক্রিয় হয়েছে বর্ষা।
হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Weather Forecast)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের (Weather Forecast) প্রায় সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রাজ্যের ১১টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঝড়বৃষ্টির পূর্বাভাস (Weather Forecast)
যে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, (Weather Forecast) সেগুলি হল: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
আর্দ্রতা-জনিত অস্বস্তির কারণে গরম
কলকাতার তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা কম হলেও আর্দ্রতা-জনিত অস্বস্তির কারণে গরম লাগছে বেশি। শুক্রবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটাই বেশি যে জনজীবনে গরম অনুভূত হচ্ছে তীব্রভাবে।
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা
এদিকে উত্তরবঙ্গের চিত্রটাও আলাদা নয়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই জেলাগুলিতে আজ ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আলিপুর আবহাওয়া দফতর ওই অঞ্চলে ‘হলুদ সতর্কতা’ জারি করেছে।

উত্তরে ভারী বর্ষণের সম্ভাবনা
শুক্রবার থেকে শুরু হওয়া এই বৃষ্টির ধারা সাপ্তাহিক ছুটির দিনেও অব্যাহত থাকবে। শনিবার এবং রবিবার দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার থেকে ফের উত্তরে ভারী বর্ষণের সম্ভাবনা। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ ও উত্তর দিনাজপুরে জোর বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন: Best Religion: বিশ্বের সেরা ধর্ম কোনটি? ঈশ্বরের কাছে পৌঁছাবার মূল রাস্তা কী?
পরবর্তী সাত দিন রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির এমন দাপট বজায় থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। ফলে সাধারণ মানুষকে উপযুক্ত সতর্কতা ও প্রস্তুতি নিয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।