ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী কয়েকদিন (Weather Forecast) রাজ্যের দক্ষিণ এবং উত্তর দুই বঙ্গেই প্রবল বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাবে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সঙ্গে রয়েছে বজ্রপাত এবং দমকা হাওয়ার আশঙ্কা।
সোমবার থেকেই বৃষ্টি (Weather Forecast)
সোমবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক (Weather Forecast) জেলায়। মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। উপকূলবর্তী জেলা যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ঝড়ের গতিবেগ ৫০ কিমি প্রতি ঘন্টায় পৌঁছাতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট (Weather Forecast)
মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে (Weather Forecast) দক্ষিণবঙ্গে। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি, হুগলি, হাওড়া, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে
উত্তরবঙ্গের পরিস্থিতিও তেমনই রীতিমতো উদ্বেগজনক। সোমবার আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার-একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে বইতে পারে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া। মঙ্গলবার জলপাইগুড়িতে এবং বুধবার কালিম্পং ও দার্জিলিংয়ে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। বৃহস্পতিবারও দার্জিলিং সহ উত্তরের বেশ কিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

আরও পড়ুন: Kolkata: বৃষ্টিভেজা শহরের কোণায় কোণায় গল্পের আবহ, জেনে নিন শহরের সেরা ৫ রোমান্টিক স্পট
কলকাতার আবহাওয়া
কলকাতার আবহাওয়াও এখন বেশ মন্থর। সোমবার শহরে আকাশ আংশিক মেঘলা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৩ থেকে ৯৪ শতাংশ-যার ফলে তাপমাত্রা খুব বেশি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি প্রবলভাবে অনুভূত হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা এবং আশপাশের অঞ্চলে। দমকা হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘন্টা। আপাতত বড় ধরনের ভারী বৃষ্টির আশঙ্কা নেই, তবে আবহাওয়া হঠাৎ বদলে যেতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।