ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহান্তের শুরুতে বৃষ্টিতে একেবারে ভিজে চুপসে গেল রাজ্য (Kolkata)। আজ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে ছিল ভারী মেঘে ঢাকা অন্ধকার হয়ে, কলকাতায় দিনের শুরুই হয় বৃষ্টিভেজা সকাল দিয়ে। বেলা গড়াতেই ছুটির দিনে নাগরিকেরা পায়নি একটুও স্বস্তি—গুঁড়ি গুঁড়ি থেকে শুরু করে মাঝারি ধারায় চলেছে লাগাতার বর্ষণ।
আবহাওয়ার বর্তমান চিত্র (Kolkata)
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে (Kolkata) , বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরবঙ্গ ও সিকিম সংলগ্ন এলাকায়। এর সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা এবং সক্রিয় মৌসুমি বায়ু প্রবাহ (Monsoon Flow)। এর ফলেই উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা মারাত্মকভাবে বেড়েছে, এবং আগামী তিন দিন সেখানে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সোমবার পর্যন্ত প্রবল বর্ষণ চলবে, সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ ও ধসের আশঙ্কা রয়ে যাচ্ছে পাহাড়ি এলাকায়।
দক্ষিণবঙ্গে, বিশেষত কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনা জুড়ে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। কখনও মাঝারি, কখনও ভারী, আবার কিছু এলাকায় বজ্রপাতসহ ঝড়ো হাওয়া বয়ে গেছে। তবে আলিপুর দফতর জানাচ্ছে, এই বৃষ্টিপাত রবিবার থেকে ধীরে ধীরে কমে আসবে। পরবর্তী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বলেই পূর্বাভাস।
তারিখ ২ আগস্ট ২০২৫
বৃষ্টি ১৮৭ মিমি (অত্যন্ত ভারী)
তাপমাত্রা ২৫°C থেকে ৩০°C
বাতাস দক্ষিণ-পূর্ব থেকে ২০ কিমি/ঘণ্টা বেগে
আর্দ্রতা ৯০%-এর বেশি
অবস্থা জলমগ্ন, ব্যাহত নাগরিক জীবন
আরও পড়ুন: Rajesh Sharma: রূপান্তরকামী তান্ত্রিক রাজেশ শর্মা! অন্য পরিচয়ে অভিনেতা

বর্ষাকালে কলকাতায় স্বাভাবিকভাবেই বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকেবি। শেষ করে জুলাই মাসে গড় ৩৫০ মিমি। তবে, জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিছু গবেষণায় দেখা গেছে, ২০৩০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে কলকাতা শহর পানির নিচে তলিয়ে যেতে পারে।