ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : আকাশের রঙ বদলে গেছে (Weather Update)। শনিবার সকাল থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রোদঝলমলে আবহাওয়া, মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—বর্ষার বৃষ্টি কি তবে থামল? আবহাওয়া দফতরের উত্তর, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি খানিক কম হলেও পুরোপুরি থেমে যাচ্ছে না। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের সক্রিয় হবে বর্ষা।
বর্তমান আবহাওয়ার চিত্র কেমন (Weather Update)
মৌসুমি অক্ষরেখা বর্তমানে বাঁকুড়া থেকে কাঁথি হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এর পাশাপাশি, একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে উত্তরপ্রদেশ এবং বিহারের উপর। আলিপুর আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, এই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে ভারী বর্ষণ চলছে। দক্ষিণবঙ্গ আপাতত শুষ্ক থাকলেও ১৩ অগস্টে অন্ধ্র উপকূলে নতুন নিম্নচাপ তৈরি হবে, যা দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাত ঘটাতে পারে।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস (Weather Update)
১০, ১১ ও ১২ অগস্ট রবি, সোম ও মঙ্গল—এই তিন দিন দক্ষিণবঙ্গে তেমন উল্লেখযোগ্য বৃষ্টি হবে না।
১৩ অগস্ট (বুধবার)
দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও বীরভূমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
১৪ অগস্ট (বৃহস্পতিবার)
পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে।
বাকি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের পূর্বাভাস
১৩ অগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
১২ অগস্ট (সোমবার)
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা থাকায় সতর্কতা জারি হয়েছে।
১৩ অগস্টের পর উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও দক্ষিণবঙ্গের দিকে সক্রিয় হবে বর্ষা।
বৃষ্টির সম্ভাব্য কারণ (Weather Update)
মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত মিলিয়ে বর্তমান বৃষ্টিপাতের ধারা তৈরি হয়েছে। ১৩ অগস্টে অন্ধ্র উপকূলে নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসবে। এই নিম্নচাপ বঙ্গোপসাগরে আরও শক্তি সঞ্চয় করলে ১৪-১৫ অগস্টে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: Israel Hamas Conflict : গাজা দখল নয়, হামাস নির্মূল ও শান্তিপূর্ণ প্রশাসনের লক্ষ্য নেতানিয়াহুর
আবহাওয়া দফতরের সতর্কতা
দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে (দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর) ১৩ ও ১৪ অগস্টে সতর্ক থাকতে বলা হয়েছে।উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় পর্যটকদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়াতে পরামর্শ।মৎস্যজীবীদের ১৩ অগস্ট থেকে সমুদ্রে না যাওয়ার নির্দেশ।