ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে আরও এক সাইক্লোন। আগেই দিয়েছিল এমন পূর্বাভাস আবহাওয়া (Weather Update) দফতর। সেই মতো আবহাওয়ার পরিবর্তনও হতে শুরু করেছিল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের গেরোতে রাজ্যে শীতের পথে ধাক্কা। শুধু তাই নয়, কয়েকটি জেলায় বৃষ্টিও হতে পারে। ইতিমধ্যেই কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে শুরু হয়েছে বৃষ্টি।
সাইক্লোন ‘ফেঙ্গল’ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট (Weather Update)
আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘ফেঙ্গল’ (Fengal) ৩০ নভেম্বর অর্থাৎ আজ বিকেলে ৭০-৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগ নিয়ে কারইকাল এবং মহাবালিপুরমের মধ্যে উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূলে আছড়ে পড়তে পারে (Weather Update)। এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবের কারণেই সকাল মুখভার আকাশের। সোয়েটার বের করার পরই হঠাৎ বেড়ে গিয়েছে তাপমাত্রা। শীতের গতিতেও লাগিয়ে দিয়েছে ব্রেক।
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস (Weather Update)
দক্ষিণবঙ্গে আগামী ২ -৩ দিনে উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে । হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে । নতুন করে তাপমাত্রা কমে যাওয়ার কোনও সম্ভাবনা নেই (Weather Update)। সকালের দিকে বেশি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম জেলাতে।
আরও পড়ুন: Daughter commits suicide: মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক! হীনমন্যতায় আত্মহত্যা একমাত্র মেয়ের
সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলের চার জেলাতে । আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে । রবিবার ও সোমবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলের এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সারাদিনই মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে বাড়বে। তারপরে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের ছবিটা একটু আলাদা । সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও মালদায় ৷ যদিও আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে ৷
আরও পড়ুন: Awas Yojana: পাঁচ বছরেই পেল্লাই বাড়ি, আবাসে নাম কাটিয়েও বিতর্কে TMC নেতা
আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজে কিছুটা বাধার সম্ভাবনা রয়েছে। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আবার পারদ পতনের সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা কমে পড়তে পারে জাঁকিয়ে শীত ।
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা
কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস।