ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শীত নিয়ে বড় আপডেট (Weather Update) জানিয়ে দিল আবহাওয়া দফতর। কী হতে চলেছে তাপমাত্রার পারদের গতি? স্পষ্ট পূর্বাভাস জানিয়ে দিল আবহাওয়া দফতর। গত কয়েকদিনে তরতরকরে নামছে তাপমাত্রা। গোটা রাজ্যের সঙ্গে উত্তরবঙ্গেও শীত পড়েছে জাঁকিয়ে। পাহাড় থেকে সমতল শেষ তিন দিনের পারদ পতনে জবুথবু। শীতের কামড় আরও তীব্র হতে চলেছে রাজ্য জুড়ে।
পারদ পতনে বঙ্গে কনকনে ঠান্ডা (Weather Update)
পারদ পতনে বঙ্গে কনকনে ঠান্ডা (Weather Update) ৷ রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহের সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের৷ স্বাভাবিকের থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি নীচে নেমে গেলে, শৈত্যপ্রবাহের সৃষ্টি হয়। অঙ্কের বিচারে এখনও শৈত্যপ্রবাহ না-হলেও আগামিকাল পর্যন্ত রাজ্যের বেশকিছু জেলায় শৈত্যপ্রবাহের মত পরিস্থিতি তৈরি হতে চলেছে ৷ আলিপুর দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি নীচে থাকবে।
কোথায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস? (Weather Update)
পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এবং পশ্চিম মেদিনীপুরে রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)। আজ দিনের আকাশ ভোরে কুয়াশাচ্ছন্ন, বেলায় রৌদ্রজ্বল ৷ কলকাতা ও তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন: Murshidabad News: ৬০ দিনেই ধর্ষণ-খুনের সাজা, জয়নগরের পর বিচার পেল ফারাক্কা
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে ৷ অবাধ উত্তুরে হাওয়া। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। দু-এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও দিনভর পরিষ্কার আকাশ। ১৫ তারিখের মধ্যেই জেলাগুলোর তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি পর্যন্ত নীচে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম থাকবে। জমিয়ে শীত বা জাঁকিয়ে শীতের পরিস্থিতি দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন: RG Kar Case: ব্য়র্থ সিবিআই, আরজি.কর কাণ্ডে জামিন সন্দীপ-অভিজিৎয়ের
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে শীতের দাপট আরও বেশি। ঘনকুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। উত্তরবঙ্গেও আজ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে।
তাপমাত্রা কেমন থাকবে?
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি নীচে থাকার সম্ভাবনা রয়েছে। ফলে শীতের কনকনে আমেজ আগামী কয়েক দিন আরও উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।
গতবছর ডিসেম্বরে সর্বনিম্ন তাপমাত্রা একবারই ১৩.৭ ডিগ্রিতে নেমেছিল ৷ জানুয়ারিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে। এবার শীত গতবছরের মত উষ্ণ নয় ৷ শুরুতেই মারকুটে মেজাজে শীতের ইনিংস শুরু ৷ ডিসেম্বরে পারদের আরও পতনের নজির রয়েছে। তাই ঠান্ডা আরও জাঁকিয়ে পড়ার সম্ভাবনা।