Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একদিকে উত্তরবঙ্গে টানা বর্ষণে (Weather Update) ভোগান্তি অব্যাহত, অন্যদিকে দক্ষিণবঙ্গে কয়েকদিনের সাময়িক বিরতির পর ফের দুর্যোগ ফিরে আসার ইঙ্গিত মিলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম ও মধ্যাংশে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে। তার প্রভাবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের ঝড়বৃষ্টি বাড়তে পারে।
দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update)
মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল পর্যন্ত বিস্তৃত (Weather Update)। এটাই হল উত্তরবঙ্গের বৃষ্টিপাতের অন্যতম প্রধান কারণ। সেই সঙ্গে বঙ্গোপসাগরের উপর তৈরি হতে চলা নিম্নচাপ আগামী কয়েক দিনে শক্তি সঞ্চয় করবে বলেই আশঙ্কা করা হচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
জারি হলুদ সতর্কতা (Weather Update)
আলিপুর দফতর জানিয়েছে, বুধবার থেকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা (Weather Update), নদিয়া ও ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
দিনভর আকাশ আংশিক মেঘলা
তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা অপেক্ষাকৃত কম। কলকাতা এবং আশপাশে দিনভর আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি থাকবে।
আরও পড়ুন: Saiyaara: এবার ঘরে বসে কাঁদবে দর্শক? সইয়ারা আসছে ওটিটিতে

উত্তরে ভারী বৃষ্টির আশঙ্কা
অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টির প্রকোপ এখনও কমার নাম নিচ্ছে না। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এর ফলে পাহাড়ি অঞ্চলে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং ও সিকিমের কিছু অংশে এর আশঙ্কা বেশি।