ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণবঙ্গে বেড়েই (Weather Update) চলেছে বৃষ্টির দাপট। শহর থেকে জেলা, সর্বত্রই গত কয়েক দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। সঙ্গে থাকবে বজ্রপাত, চলবে ঝোড়ো হাওয়া। কলকাতাতেও দিনের পর দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়ে চলছে।
এখনই থামছে না বৃষ্টি (Weather Update)
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মৌসুমি অক্ষরেখা ও একাধিক ঘূর্ণাবর্তের (Weather Update) প্রভাবে এমন অনুকূল আবহ তৈরি হয়েছে চলতি বছরে। এর জেরে বৃষ্টি চলবে আরও কয়েক দিন। বুধবার রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছু জেলায় ভারী এমনকি অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
কোথায় কোথায় বৃষ্টি? (Weather Update)
বুধবার দক্ষিণবঙ্গের হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদীয়ায় ভারী বৃষ্টির (Weather Update) সম্ভাবনায় জারি হয়েছে হলুদ সতর্কতা। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ জেলায় জেলায়। বৃহস্পতিবারেও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহান্তে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে বলে আশা করছে হাওয়া অফিস।
আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আজ, ৬ আগস্ট বুধবার, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিন ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি কম। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে সামান্য কম।

আরও পড়ুন: Desert Village in Tamilnadu: গ্রাম থাকলেও নেই গ্রামবাসী, কিন্তু কেন?
উত্তরবঙ্গের কী অবস্থা?
এদিকে উত্তরবঙ্গেও পরিস্থিতি শোচনীয়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার এই জেলাগুলির মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে কমলা সতর্কতা। কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে এই দুর্যোগ চলতে পারে আগামী মঙ্গলবার পর্যন্ত।