ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেরলে এক সপ্তাহ আগেই বর্ষার (Weather Update) আগমন ঘটেছে, আর বাংলায় ধীরে ধীরে তৈরি হচ্ছে নিম্নচাপের ছায়া। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিনে উপকূলবর্তী জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে এই ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এবং তা বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত চলতে পারে।
আরব সাগরের ওপর নিম্নচাপ (Weather Update)
আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত (Weather Update) জানিয়েছেন, আরব সাগরের ওপর গড়ে উঠা নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি কঙ্কন উপকূল এলাকা ঘিরে অবস্থান করছে এবং ধীরে ধীরে উত্তরমুখী হয়ে আরও শক্তিশালী হচ্ছে। বঙ্গোপসাগরে আগামী ২৭ মে, মঙ্গলবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। এই নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে গড়ে উঠবে বলে আবহাওয়া দফতর জানায়।
মৌসুমী বায়ুর প্রবাহ ক্রমেই বাড়ছে (Weather Update)
বর্ষার মৌসুমী বায়ুর প্রবাহও ক্রমেই (Weather Update) বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করবে বলে অনুমান। দক্ষিণ আরব সাগর থেকে শুরু করে মালদ্বীপ ও কমিউনি অঞ্চলের ওপর দিয়ে এটি গতিশীল হচ্ছে। বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগর পার হয়ে মৌসুমী বায়ু ক্রমেই উত্তর বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হচ্ছে। এর সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগরের অধিকাংশ অংশ এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কিছু অংশেও প্রবেশ করেছে।
আগামী তিনদিন ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গে আগামী তিনদিন ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। কলকাতা ও এর আশপাশের সকল জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রবিবার ঝড়-বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। সোমবার ও মঙ্গলবার কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়ে বৃহস্পতি ও শুক্রবার এটি আরও বৃদ্ধি পাবে।
ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে
বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় এই ভারী বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো বাতাসের সতর্কতা জারি রয়েছে। শনিবার ঝড়বৃষ্টি কমলেও রবিবার ও সোমবার উত্তরবঙ্গের আটটি জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত বেড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Purnam Kumar Shaw: পাকিস্তানের বন্দিত্ব থেকে মুক্তি, বাড়ি ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ!
সুতরাং, আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া অবস্থার ব্যাপক পরিবর্তন আসছে। বর্ষার আগমন আর নিম্নচাপের তাণ্ডবের মধ্যে থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন।