ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহভর রাজ্য জুড়ে তাপমাত্রার ওঠানামা খেল(Weather update)। একদিকে রাতের তাপমাত্রা কমছে, আর দিনে তাপমাত্রার বৃদ্ধিতে গরমের অনুভূতি বাড়ছে। আগামী সোমবার থেকে উর্ধ্বমুখী হবে তাপমাত্রা, জানাল আলিপুর আবহাওয়া দফতর। তবে এরই মধ্যে একাধিক জেলায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সব মিলিয়ে আগামী দিন কয়েক কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? রইল আপডেট ।
মার্চের শুরুতেই অস্বস্তিকর আবহাওয়া(Weather update)
মার্চের শুরুতেই গায়ে কাঁটার মতো বিঁধছে তাপ। দিনের বেলা দীর্ঘক্ষণ বাইরে থাকাও অস্বস্তিকর হচ্ছে। বাতাসে শুষ্কতা। ফলে ত্বকে টান পড়ছে। বসন্তকাল এখন ৷ এই সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া প্রত্যাশিত। হাওয়া অফিস বলছে, মার্চ মাসে এই ধরনের আবহাওয়া স্বাভাবিক। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া(Weather update) থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। কোথাও তা কমবশি রয়েছে।
আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রার পতন(Weather update)
পূর্বাভাস(Weather update) বলছে, আগামী ৪৮ ঘন্টায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। কলকাতায় তাপমাত্রা থাকবে সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কিছুটা নেমে যেতে পারে তাপমাত্রার পারদ। সপ্তাহের শেষে ফের তাপমাত্রা বাড়বে। কলকাতায় ৩৩ থেকে ৩৪ ডিগ্রি এবং জেলায় ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে তাপমাত্রা।

আরও পড়ুন: Krishnanagar Incident: কৃষ্ণনগরে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ, স্ত্রীর অত্যাচারেই কি আত্মঘাতী?
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
শুক্র ও শনিবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সতর্কতা জারি। হাওয়া অফিসের আরও পূর্বাভাস, চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের তিন জেলায়। আজ থেকেই দার্জিলিং, কালিম্পঙে ঝড়বৃষ্টি শুরু হবে। শুক্র এবং শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী শনিবার। শনিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

আরও পড়ুন: Kolkata Tram: ট্রামের ভাগ্য এখন সুপ্রিম কোর্টের হাতে, কী হবে ভবিষ্যৎ?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত দিন কয়েক শুষ্ক আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে। বিশেষ করে রাত ও ভোরের দিকে তাপমাত্রা কমে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে যেতে পারে। সেই সঙ্গে আরও তীব্র হতে পারে গরমের অনুভূতি।