Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এমন একটা আকাশ দেখে কবিগুরু হয়তো এই কবিতাটা লিখেছিলেন কবিতাটি। গতকাল রাতে দেখা গেছে, আকাশের তান্ডব নৃত্য (Weather Update)। আকাশ দেখে মনে হচ্ছে যেন প্রকৃতিরই হঠাৎ পেট খারাপ হয়েছে—মেঘ জমে একেবারে কালো পর্দা টেনে ধরেছে আকাশজুড়ে। তবে আসলেই কি হচ্ছে?
স্কোয়াল ফ্রন্ট কী? (Weather Update)
আবহাওয়ার ভাষায় স্কোয়াল ফ্রন্ট হলো এক ধরনের হঠাৎ গড়ে ওঠা শক্তিশালী আবহাওয়াগত প্রাচীর বা সীমারেখা (Squall front)। এখানে উষ্ণ, আর্দ্র বাতাস হঠাৎ করেই ধাক্কা খায় উত্তর দিক থেকে নামা ঠাণ্ডা, শুষ্ক বাতাসের সঙ্গে। এই দুই বায়ুপ্রবাহের সংঘর্ষেই তৈরি হয় বিশাল দানবীয় আকারের কিউমুলোনিম্বাস মেঘ, যেখান থেকে শুরু হয় বজ্রঝড়, প্রবল বৃষ্টিপাত, দমকা হাওয়া, এমনকি শিলাবৃষ্টিও।
স্কোয়াল ফ্রন্টের বৈশিষ্ট্য! (Weather Update)
এটি খুব দ্রুত তৈরি হয় এবং চোখের পলকে চারপাশ অন্ধকার করে দেয় (Squall front)। কখনও দেখা যায় দিনের আলোয়ও হঠাৎ সন্ধ্যা নেমে এসেছে। এর সঙ্গে থাকে প্রচণ্ড ঝড়ো হাওয়া, বজ্রপাত, মেঘফাটা বৃষ্টি, ক্লাউড-ব্লাস্ট, মাইক্রো-ব্লাস্ট এবং বিদ্যুৎ চমকানোর ভয়াবহ দৃশ্য। সাধারণ মানুষের কাছে এটি যেন এক অদৃশ্য দেওয়াল, যা ধেয়ে এসে মুহূর্তে চারপাশ ওলটপালট করে দিতে পারে।
সেপ্টেম্বরের আবহাওয়া! (Weather Update Kolkata)
আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী—
সময়কাল: ১লা সেপ্টেম্বর রাত ১১টা থেকে ২রা সেপ্টেম্বর সকাল ১১টা পর্যন্ত।
প্রভাবিত এলাকা: দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল, বিশেষত কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং ঝাড়গ্রাম।
কী হতে পারে! (Weather Update)
প্রবল ঝড়ো হাওয়ার বেগ ৬০–৮০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে।
বজ্রঝড় ও প্রচণ্ড বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
মেঘের ঘনত্ব এতটাই বাড়বে যে দুপুরের আকাশও সন্ধ্যার মতো অন্ধকার হয়ে যেতে পারে।
বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের ঝুঁকি থাকবে বেশি।
কী সতর্কতা নেবেন (Weather Update)
- বজ্রপাতের সময় খোলা মাঠে বা উঁচু গাছের নিচে দাঁড়াবেন না।
- নদী বা সমুদ্রের জলে নামা একেবারেই নিষেধ।
- ঘরে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার সময় সতর্ক থাকুন।
- অপ্রয়োজনীয় বাইরে বেরোনো এড়িয়ে চলুন।
আরও পড়ুন: WB Weather Report: অবশেষে দেখা দিল সুয্যি মামা, কিন্তু থাকবে কতক্ষণ?
দক্ষিণবঙ্গে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রকৃতির এক উন্মত্ত রূপ দেখা দিতে পারে। আকাশে জমে ওঠা কালো মেঘ, দমকা হাওয়ার গর্জন আর বজ্রপাতের ঝলকানি মিলিয়ে মনে হবে যেন প্রকৃতি হঠাৎ করে এক ভয়ঙ্কর নাটক মঞ্চস্থ করছে।