ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ(Weather Update)। গতকাল রাত থেকে শুরু হয় বৃষ্টি। রাতে ভারী বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বিপর্যস্ত হয় জনজীবন। আজও গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা ও শহরতলিতে। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের রক্তচক্ষু(Weather Update)
আবহাওয়া দফতর(Weather Update)জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এদিন দুপুরে বাংলা হয়েই স্থলভাগে ঢুকবে। এই মুহূর্তে কলকাতা থেকে ১৭০ কিমি দূরে রয়েছে গভীর নিম্নচাপ। সাগরদ্বীপ থেকে নিম্নচাপের দূরত্ব ১৫০ কিমি। দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডে সরবে নিম্নচাপটি। তার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে পাল্লা দিয়ে ঝড়। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা।

কয়েক ঘণ্টাতেই ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলা(Weather Update)
হাওয়া অফিস(Weather Update) সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আরও ৪ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। জুলাই শেষেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে, বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলের বন্যা পরিস্থিতির আশঙ্কা বাড়ছে। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে বৃষ্টির সময় নিরাপদ স্থানে থাকার আবেদন জানানো হয়।
মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি
নিম্নচাপের কারণে আগামী কয়েক দিন সমুদ্রও উত্তাল থাকবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির জেরে নদীর জলস্তরও বাড়বে। ফলে অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: OBC List :ওবিসি মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণে যখন বৃষ্টির ভ্রুকুটি, তখন কার্যত গরমে পুড়ছে উত্তরবঙ্গ। বৃষ্টির দেখা নেই বললেই চলে। তবে শুক্রবার জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণ হবে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পঙে।