ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঠাণ্ডা গরমের এই খেলায় নাজেহাল কলকাতাবাসী (Weather Updates)। কখনও ঘাম ঝরছে কপাল থেকে, রাতে আবার গায়ে চাদর। দক্ষিণবঙ্গে আসছে গরম, উত্তরবঙ্গে বৃষ্টি। জানুন আজকের আবহাওয়া।
উত্তরে বৃষ্টির সম্ভাবনা (Weather Updates)
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শুক্রবার বৃষ্টির আশঙ্কা রয়েছে, যা শনিবার পর্যন্ত চলবে। উত্তর দিনাজপুরের কিছু জায়গায় হালকা বৃষ্টিও হতে পারে।
কলকাতার তাপমাত্রা
অপরদিকে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই এবং সেখানকার আবহাওয়া (Weather Updates) শুকনো থাকবে।
আরও পড়ুন: App Cab: অ্যাপ-ক্যাব চালকদের পরিষেবা বন্ধ, মিছিলের জেরে দুর্ভোগে যাত্রীরা!
এদিকে, তাপমাত্রা বাড়তে চলেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবার ২১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি বেশি। বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমি ঝঞ্ঝার পূর্বাভাস
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না, তবে পরবর্তী দু’দিনে তা ২-৩ ডিগ্রি বেড়ে যেতে পারে। ২ মার্চ নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকতে পারে উত্তর-পশ্চিম ভারতে, যা পূর্ব দিকে অগ্রসর হবে। রাজস্থানের উপরে একটি ঘূর্ণাবর্ত থাকার কারণে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি মরসুমে পশ্চিমবঙ্গে তেমন শীত অনুভূত হয়নি, বরং মাঘ মাসে একাধিক স্থানে বৃষ্টি হয়েছে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে শীত বিদায় নিতে শুরু করেছে।