দুর্গোৎসবের শিকড়! বনেদি বাড়ির একচালা প্রতিমা কেমন ছিল সেকালের সাজসজ্জা?

বাংলার দুর্গোৎসবের শিকড় লুকিয়ে আছে বনেদি বাড়ির একচালা প্রতিমায়।

শোভাবাজার রাজবাড়ির দুর্গোৎসব শুরু হয় ১৭৫৭ সালে নবকৃষ্ণ দেবের উদ্যোগে।

একচালা প্রতিমায় দেবী দুর্গা ও অন্যান্য দেবদেবী একই চালার তলায় স্থান পেতেন।

প্রাচীন প্রতিমার সাজসজ্জায় থাকত শোলার কারুকাজ ও প্রাকৃতিক রঙ।

বনেদি পরিবারে আসল সোনার গয়নায় সেজে উঠত প্রতিমা।

মাটির প্রদীপ ও ধূপের ধোঁয়ায় সৃষ্টি হতো রহস্যময় গাম্ভীর্য।

ঢাক, শঙ্খ ও উলুধ্বনিতে ভরে উঠত বনেদি বাড়ির আঙিনা।

আজও শোভাবাজার, মল্লিক বা লাহা পরিবার পুরনো ঐতিহ্যের প্রতিমা বজায় রেখেছে।