বারোয়ারি থেকে থিম—কেন বদলালো দুর্গাপুজোর চেহারা?
রামের অকালবোধন থেকেই শুরু দুর্গাপুজোর পৌরাণিক ইতিহাস।
রাজা-মহারাজাদের ঐশ্বর্য প্রদর্শনের মাধ্যম ছিল দুর্গাপ
ুজো।
জমিদারবাড়ির দালান ঘিরেই গড়ে উঠেছিল সাবেকিয়ানার পুজো।
১৭৯০ সালে বারোয়ারি পুজোর সূত্রপাত সাধারণ মানুষের উদ্
যোগে।
বিপ্লবীরা পুজোমণ্ডপকে ব্যবহার করেছিলেন সংগঠনের আড়াল হিসেব
ে।
১৯৮৫ সালে সুরুচি সংঘ কলকাতায় শুরু করে থিম পুজোর ধারা।
থিম পুজো এখন শিল্প, অর্থনীতি ও পর্যটনের প্রধান আকর্ষণ
।
ইউনেস্কোর স্বীকৃতিতে বিশ্ব দরবারে জায়গা পেয়েছে কলকাতার
দুর্গাপুজো।