চুল পড়া রোধে সাবধান! স্নানের পর এই ৮টি ভুল করলে বাড়বে সমস্যা

গরম জলে নয়, ঘরের তাপমাত্রার বা ঈষদুষ্ণ জলে স্নান করুন, গরম জল চুলের ক্ষতি করে। 

মৃদু ও ক্ষারহীন শ্যাম্পু ব্যবহার করুন এবং সপ্তাহে ২-৩ বার কন্ডিশনার লাগান। 

ভিজে চুল আঁচড়ানো বা শক্ত করে বাঁধা একেবারেই নয়, ছত্রাক সংক্রমণের সম্ভাবনা বাড়ে।  

হেয়ার ড্রায়ার বা গরম হাওয়া ব্যবহার না করে খোলা হাওয়ায় চুল শুকোন।  

চুল রং করা বা স্ট্রেটনার-কার্লারের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন।  

মোটা দাঁড়ার চিরুনি ব্যবহার করে জট ছাড়িয়ে চুল আঁচড়ান।

স্ক্যাল্প মাসাজার, পর্যাপ্ত জলপান ও সুষম খাবার চুলের গোড়া মজবুত করে।