বাদাম মালাই কুলফি পদ্ধতি
দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন।
গুঁড়ো দুধ যোগ করে নাড়তে থাকুন।
এতে চিনি এবং ফ্রেশ ক্রিম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করুন।
আমন্ড, পেস্তা ও কাজু বাদাম ব্লেন্ডারে গুঁড়ো বা মিহি করে কুচিয়ে নিন।
দুধের মিশ্রণে বাদাম কুচি দিয়ে আইসক্রিমের মোল্ডে ঢেলে দিন।
ঠান্ডা করে ডিপ ফ্রিজে কাপগুলি রেখে দিন।
ব্যাস তৈরি সুস্বাদু বাদাম কুলফি মালাই।