আত্মবিশ্বাস বনাম অহঙ্কার:
জানুন পার্থক্য
আত্মবিশ্বাস বলে—“আমি পারি”
অহঙ্কার বলে—“শুধু আমিই পারি”
আত্মবিশ্বাস মানুষকে নম্র করে
অহঙ্কার করে একরোখা ও আত্মকেন্দ্রিক
প্রশংসা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন, অহঙ্কারে তা পরিণত হতে দেবেন না
অন্যের কৃতিত্বে হিংসা নয়, উচ্ছ্বসিত প্রশংসা হোক আত্মসম্মানীর লক্ষণ
সমালোচনা গ্রহণ করতে শিখুন, এটাই আত্মউন্নতির প্রথম ধাপ
আত্মবিশ্বাস সম্পর্ক গড়ে তোলে, অহঙ্কার সেই সম্পর্ক ভেঙে দেয়