গরমে ডাবের জলের জুড়ি মেলা ভার, এই পানীয় রূপচর্চায় কী ভাবে ব্যবহার করবেন?
এই গরমে সহজেই ত্বকের পরিচর্যা করতে পারেন ডাবের জল দিয়ে।
গরমের দাবদাহের হাত থেকে সুরক্ষিত থাকতে ডাবের জলের জুড়ি মেলা ভার।
ডাবের জল পুষ্টিতে ভরপুর।
বিশেষ করে ‘সানবার্ন’ থেকে বাঁচতে ডাবের জলের তুলনা নেই।
ডাবের জলে থাকে সাইটোকাইন নামে যৌগ যা অকাল-বার্ধক্য রোধ করতে পারে।
ডাবের জল ত্বকে বলিরেখা পড়া আটকাতে পারে।
তা ছাড়া ডাবের জল অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর, যা ত্বকের প্রদাহ কমাতে পারে।