ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাড়ির আনাচে-কানাচে এখন সানাইয়ের সুর। চলছে বিয়ের মরশুম। এদিকে ডিসেম্বর মাস। শীতও পড়েছে বেশ জমিয়ে। বিয়ে বাড়ির (Wedding) নিমন্ত্রণ দুশ্চিন্তায় ফেলছে? ভাবছেন হাড়কাঁপুনি ঠান্ডায় কীভাবে সাজবেন (Winter fashion)? শাড়ি বা লেহেঙ্গা, যাই পড়ছেন ঠান্ডায় জুবুথুবু হয়ে যাচ্ছেন? কীভাবে স্টাইল করবেন বুঝতে পারছেন না? ঠান্ডা থেকে নিজেকে বাঁচিয়ে কীভাবে নজর কাড়বেন বিয়েবাড়িতে? সাজ-সচেতনদের জন্য রইল কিছু টিপস।
স্রেফ শাড়ি, সঙ্গে একটু অন্য ধরনের সোয়েটার— এই যুগলবন্দীতেই সাজ হয়ে উঠতে পারে কেতাদুরস্ত (Winter fashion)। এক দিকে যেমন সাজও বজায় থাকবে, অন্যদিকে ঠান্ডার হাত থেকেও রেহাই মিলবে। তবে বিয়ের অনুষ্ঠান মানেই পছন্দের তালিকায় সাবেক সাজ অগ্রাধিকার পাবে, এটা ধরেই নেওয়া যায়।
টার্টল নেক আর ফিটেড সোয়েটার (Winter fashion)
টার্টল নেক বা হাই নেক সোয়েটারের সঙ্গে শাড়ি পরুন কায়দা করে। কুঁচি করে অথবা আঁচল ফেলেও রাখতে পারেন। তবে খেয়াল রাখবেন শাড়ি যেন সরু পাড়ের হয়। সিফন ফেবরিক হলে বড্ড ভালো হয়। সোয়েটার এক রঙা হলে শাড়ি একটু জমকালো পরুন। অথবা উল্টোটাও হতে পারে। বিশেষ করে কালো রঙের ব্লাউসের সঙ্গে পড়তে পারেন হালকা গোলাপি রঙের সিফন সিল্ক।
আরও পড়ুন: Winter Fashion: শীতে নিজেকে রাখুন ফ্যাশনিস্তা, রইল কিছু ফ্যাশন লুক
ব্লেজার বা কার্ডিগান (Winter fashion)
শাড়ি পরার পর দু’হাতে ব্লেজার গলিয়ে নিয়ে কাঁধের উপর আঁচল ফেলুন। অথবা সরু প্লিটেড আঁচল করে, দুই কাঁধের উপর হালকা করে ফেলে রাখুন চমকপ্রদ ব্লেজার। তবে একটি বিষয় খেয়াল রাখা প্রয়োজন, ব্লেজার বা কার্ডিগান যাই হোক, বোতাম আটকালেই কিন্তু সাজের পরিপাটি শেষ। একরঙা বেনারসি শাড়ির সঙ্গে ব্লেজার বা কার্ডিগান মানাবে দারুন।
আরও পড়ুন: Winter Tips: শীতে মোজার দুর্গন্ধে অস্বস্তি? সামান্য কিছু টোটকাতেই হবে মুশকিল আসান!
ফক্স ফার (Winter fashion)
মোনোক্রম শাড়ি আর জমকালো ফার কোট। ব্যস! সবার মধ্যে আপনার সাজই হয়ে উঠবে চোখধাঁধানো। ফার কোটের মধ্যে ফক্স ফারের প্রাধান্যই বেশি। তবে কোন শাড়ির সঙ্গে কোন ফার কোট বাছাই করছেন সে দিকে নজর রাখা প্রয়োজন।
লং জ্যাকেট ও বেল্ট (Winter fashion)
শাড়ির সঙ্গে লং জ্যাকেট পরতে হলে তালিকায় রাখুন শিফন শাড়ি। সঙ্গে থাক জমকালো ও ভারী বেল্ট বা কাজ করা কোমরবন্ধনী। এর উপর গলিয়ে নিন লং জ্যাকেট। আপনার সাজ তৈরি।
আরও পড়ুন: Cauliflower: একঘেয়ে ফুলকপির তরকারি খেয়ে ক্লান্ত! ঝটপট বানিয়ে ফেলুন কোর্মা-ঝালপিঠে
ভেলভেট পোশাক (Winter fashion)
বিয়েবাড়িতে পরতে পারেন ভেলভেট বা রেশমের পোশাক। সে ক্ষেত্রে ভেলভেটের গাউন দারুন বিকল্প হতে পারে। একরঙা ফুলহাতা গাউনের সঙ্গে কানে পরুন মানানসই পাথরের দুল। চাইলে পরতে পারেন ভেলভেটের শাড়িও। এ ছাড়াও রেশমের লেহঙ্গাও কিন্তু বিয়েবাড়িতে দারুন মানাবে।