ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সামনেই বিয়ের মরশুম। একের পর এক নিমন্ত্রণ রয়েছে। কীভাবে সাজবেন নিজের কাছের মানুষের বিয়েতে (Wedding Look)। ট্রেন্ডে গা ভাসিয়ে যতই পোশাক কেনা হোক না কেন, শাড়ি ছাড়া কিন্তু যেকোনও নারীর সাজ অসম্পূর্ণ। বান্ধবী বা আত্মীয়ের বিয়েতে কেমনভাবে সাজবেন ভেবে ভেবে যদি আপনারও মাথায় কোনও আইডিয়া আসছে না? তাহলে কী প্রত্যেকবারই একইরকম সাজ সাজবেন! নিশ্চয়ই তা নয়। তাই জেনে নিন কীভাবে সাজবেন আপনার স্পেশ্যাল দিনে।
ন দিন কেমন পোশাক পরবেন, মেকআপ, হেয়ার স্টাইল কেমন হবে এসব নিয়ে হোয়্যাটসঅ্যাপে চলতে থাকে দীর্ঘ প্ল্যানিং। (Wedding Look) বিয়ে মানেই এখন তিন থেকে চার দিনের জমজমাট সেলিব্রেশন। মেহেন্ডি দিয়ে শুরু হয়ে রিসেপশনে শেষ। যাঁর বিয়ে তাঁর তো একরকম প্ল্যানিং হয়েই গিয়েছে। কিন্তু আপনি কী পরবেন, ঠিক করেছেন কি? রইল কিছু সাজেশন। দেখে নিন এক নজরে।
আরও পড়ুন: চুটিয়ে প্রেম করছেন রণজয়! গুড্ডির নায়িকাই প্রেমিকা?
আইবুড়ো ভাত:
আইবুড়োভাতের অনুষ্ঠানে বেশিরভাগ মানুষ যে পোশাকটি পরতে পছন্দ করেন সেটি হল শাড়ি। তবে ঘরোয়া এই অনুষ্ঠানে পরার জন্য একটু হালকা শাড়িই ভাল, যাতে আপনি স্বচ্ছন্দবোধ করবেন। তাই খাদি বা সুতির কোনও সুন্দর শাড়ি একটা গর্জাস ব্লাউজের সঙ্গে পরতে পারেন। সঙ্গে একটু হালকা মেকআপ, কাজল, টিপ, ঝুমকো কানের দুল আর লিপস্টিক। ব্যস আপনার সাজ পরিপূর্ণ।
সঙ্গীত:
বন্ধু হোক কিংবা বোন বা দিদি, ঘনিষ্ঠ কারও বিয়েতে সঙ্গীত হবে না, তা হতেই পারে না। বিয়ের অনুষ্ঠানে সবচেয়ে বেশি মানানসই শাড়ি আর লেহঙ্গা। (Wedding Look) তবে আজকাল অনেকেই শারারা বেছে নিচ্ছেন। এছাড়া ফ্লোরাল মোটিফের অরগ্যাঞ্জাও বেশ জনপ্রিয়। অরগ্যাঞ্জা শাড়ি খুব সহজেই ক্যারি করা যায়। তাই আপনার এই শাড়ি পরে অস্বস্তি বোধও হবে না। মানানসই ডিজাইনার ব্লাউজে স্টাইল করুন। খুব ভালো দেখাবে আপনাকে।
মেহেন্দি:
মেহেন্দির অনুষ্ঠানে বাছতে পারেন প্যাস্টেল শেডের কোনও লেহঙ্গা। কিংবা গোলাপি বা রানীও রাখতে পারেন তালিকায়। সঙ্গে পরুন জমকালো কুন্দনের গয়না।
আরও পড়ুন: ৩ সন্তানকে নিয়ে ফের বিয়ের পিঁড়িতে সানি লিওন, মালদ্বীপে চুপিসাড়ে আয়োজন!
গায়ে হলুদ:
গায়ে হলুদে হলুদ ছাড়া অন্য রং ভাবাই যায় না। তবে আজকাল সাদা শাড়িও অনেকেই পরছেন। অন্যদের থেকে নিজেকে আলাদা দেখাতে গোলাপি কিংবা কমলা রঙ-ও বেশ মানানসই। ঢাকাই কিংবা হ্যান্ডলুম কিছু পরুন। চলতে পারে কুঁচি দেওয়া ব্লাউজ। গায়ে হলুদের মেকআপে থাক সাবেকিয়ানা। খোঁপা করে ফুল দিন। চোখে সুন্দর করে কাজল লাগান।
বিয়ে:
এদিনের সন্ধ্যার সাজটাই কিন্তু মুখ্য আকর্ষণ। তাই এদিন জমকালো সাজতে ভুলবেন না। তবে জমকালো মানেই অতিরিক্ত মেকআপ নয়। হালকা মেকআপ করুন। চুল খোলা রাখুন বা চাইলে খোঁপা করতে পারেন। যে রকম শাড়িতে আপনি স্বচ্ছন্দ্য বোধ করেন সেরকমই কিছু বেছে নিন। (Wedding Look) তবে সিল্ক হলেই ভালো। ট্র্যাডিশনাল সিল্কের শাড়ি এতটাই এলিগেন্ট লুক দেয় যে, তার পাশে কোনও আউটফিটই নজর কাড়তে পারে না। ট্র্যাডিশনাল সিল্ক শাড়িতে আপনার সাবেকি সাজ দেখে প্রশংসা করবেই সবাই। তাই এই ধরনের শাড়িও আপনার সংগ্রহে রাখতে পারেন আপনি।
রিসেপশন:
সিকুইন শাড়ি এখন তো বাজার কাঁপাচ্ছে! আপনি যদি বোনের বউভাতের সন্ধ্যায় একটু আধুনিক সাজ করতে চান, তবে এই শাড়িতে সহজেই সাজতে পারেন। বেশ দেখাবে আপনাকে। সিল্ক বা অন্য ফ্যাব্রিকের উপরেও এই সিকুইন কাজ করা থাকে। আবার সম্পূর্ণ শিমারি শাড়িতেও সাজতে পারেন আপনি। দুর্দান্ত দেখাবে আপনাকে। এর সঙ্গে একটু বোল্ড ব্লাউজ স্টাইল করুন। হল্টার নেকলাইনের ব্যাকলেস ব্লাউজে কিন্তু এই শাড়ি বেশ মানানসই হয়। আর যদি শাড়ি অ্যাভয়েট করে একটু অন্যরকম সাজতে চান, তাহলে ট্রাই করতে পারেন ল্যাহেঙ্গা কিংবা সারারা।