ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ৫ মার্চ ২০২৫ বুধবার চাঁদ মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে (Wednesday Lucky Zodiacs)। বৈদিক পঞ্জিকা অনুসারে আগামিকাল ফাল্গুন শুক্লা ষষ্ঠী তিথি। কাল দুপুর ১২টা ৫১ মিনিট পর্যন্ত শুক্লা ষষ্ঠী তিথি থাকবে, তারপর শুরু হবে শুক্লা সপ্তমী তিথি। কাল প্রথমে থাকবে কৃত্তিকা নক্ষত্র ও পরে রোহিনী নক্ষত্রের প্রভাব। এই সব যোগের প্রভাবে কালকের দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ হতে চলেছে। জ্যোতিষ গণনা অনুসারে কাল বৈধৃতি যোগ ও বিষকুম্ভ যোগের প্রভাব থাকবে। জেনে নিন এর ফলে ভাগ্যবান হবে কোন কোন রাশি।
সিংহ রাশিফল (Wednesday Lucky Zodiacs)
কাল বুধবারে নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন সিংহ রাশির জাতকরা (Wednesday Lucky Zodiacs)। এই ব্যবসা আপনার ভবিষ্যতকে সুরক্ষিত করে তুলবে। কাল সন্ধেবেলা পরিবারের সবাই মিলে আপনাকে সারপ্রাইজ পার্টি দিতে পারেন। কাল অনেক দিন পর পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। এর ফলে মনে ভরপুর আনন্দ থাকবে সিংহ রাশির জাতকদের। নিজের সব কাজ সম্পূর্ণ করতে পারবেন।

বৃষ রাশিফল (Wednesday Lucky Zodiacs)
কাল ৫ মার্চ বিষকুম্ভ যোগ ও কৃত্তিকা নক্ষত্রের প্রভাবে ভাগ্য খুলে যাবে বৃষ রাশির জাতকদের (Wednesday Lucky Zodiacs)। নিজেদের পেশাগত জীবনে কাল বড় উন্নতি করতে পাবেন এবং নিজের আর্থিক অবস্থা অনেকটাই মজবুত করে নিতে পারবেন। কাল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। সংসারে সুখের পরিবেশ বজায় থাকবে। ব্যবসা থেকে মোটা টাকা মুনাফা করবেন বৃষ রাশির জাতকরা।

আরও পড়ুন: Monthly Lucky Zodiacs: মীন রাশিতে একাধিক মহাজাগতিক ঘটনার, প্রভাব ফেলবে কাদের উপর
বৃশ্চিক রাশিফল
আগামিকাল বৈধৃতি যোগের শুভ প্রভাবে ভাগ্য খুলে যাবে বৃশ্চিক রাশির জাতকদের। শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্ক আগের থেকে উন্নত হবে। আগামিকাল পাওনা টাকা ফেরত পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সব ঝামেলা মিটে গিয়ে সংসারে সুখ ও শান্তির পরিবেশ ফিরে আসবে। কাল বুধবার সম্পত্তি কেনার সুযোগ পাবেন বৃশ্চিক রাশির জাতকরা।

কর্কট রাশিফল
কর্কট রাশির জাতকদের কর্মক্ষেত্রে কাল সব কাজ আপনার পছন্দ অনুসারে হবে। অফিসে কাজের পরিবেশ আপনার জন্য অনুকূল থাকবে। কাল কাজে আরও বেশি করে মনোযোগ দিতে পারবেন। কাল গণেশ ঠাকুরের আশীর্বাদে সুখ সৌভাগ্য উপচে পড়বে কর্কট রাশির জীবনে। ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো ফল করবেন। কাল আপনার দাম্পত্য জীবনে সুখ থাকবে।
