ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বুধ ও সূর্যের যুতির ফলে কুম্ভ রাশিতে বুধাদিত্য যোগ গঠিত হয়েছে এই সপ্তাহে(Weekly Horoscope)। ধাদিত্য যোগের পাশাপাশি কুম্ভ রাশিতে বর্তমানে রয়েছে ত্রিগ্রহী যোগও। এই সব যোগের প্রভাবে ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে এই সপ্তাহে উল্লেখযোগ্য প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতকদের জীবনে। শনিও এখন কুম্ভ রাশিতেই রয়েছে। তাই জেনে নিন সব মিলিয়ে কেমন যাবে এই সপ্তাহ মেষ থেকে কন্যা রাশির।
মেষ রাশি (Weekly Horoscope)
এই সপ্তাহটি(Weekly Horoscope) পরিশ্রম এবং কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। সপ্তাহের প্রথমদিকে কর্মক্ষেত্রে অত্যধিক চাপে আপনি অবসরের সুযোগ কম পাবেন। নতুন কোনও কাজের দায়িত্ব হাতে নিতে পারেন। ব্যবসায় প্রাপ্তিক্ষেত্রে দেরি হবে। সপ্তাহের মাঝামাঝি আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে। মা-বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। ভ্রমণের যোগ থাকবে।

বৃষ রাশি (Weekly Horoscope)
সপ্তাহের প্রথম দিকে কিছু অনিশ্চয়তা আপনাকে ঘিরে রাখবে। জমি-জায়গা সংক্রান্ত বিবাদ হতে পারে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। সপ্তাহের মাঝামাঝি ব্যবসায় শ্রম ও বুদ্ধির বিনিময়ে লাভ করবেন(Weekly Horoscope)। আত্মসম্মানের প্রশ্নে আপনি বিচলিত হবেন। নিজের ওপর এবং নিজের কাজে বিশ্বাস রাখুন, সুফল পাবেন। সপ্তাহের শেষে পারিবারিক সমস্যার সমাধান হবে।

আরও পড়ুন:Exam Astrology Tips: চলছে পরীক্ষার মরশুম, জানুন কোন রাশির জাতক ভালো ফল পেতে মানবেন কোন টোটকা
মিথুন রাশি
অর্থ উপার্জন এই সপ্তাহের ঊর্ধ্বগামী থাকবে। নতুন ঘর-বাড়ি কিনতে পারেন। সপ্তাহের মাঝে সন্তানের উন্নতি আপনার খুশির কারণ হবে। কাছের বন্ধুর থেকে উপকার পাবেন। হজমের সমস্যায় কষ্ট পাবেন(Weekly Horoscope)। শরিকি দ্বন্দ্ব মিটে যাওয়ার যোগ রয়েছে। সপ্তাহের শেষে অতিরিক্ত খরচের কারণে আর্থিক সমস্যায় পড়তে পারেন। নিম্নপদস্থ কর্মচারীর থেকে কর্মক্ষেত্রে সম্মানহানি হতে পারে।

কর্কট রাশি
এই সপ্তাহে আপনার পরিশ্রম বিফলে যাবে না। জীবনে নতুন ব্যক্তির আগমন হতে পারে। নিজের ভাবনাকে বাস্তবায়িত করার দায়িত্ব নিজেকেই নিতে হবে। সপ্তাহের মাঝামাঝি অনেক চেনা মানুষের অচেনা রূপ আপনার সামনে আসবে। কর্মস্থল এবং সংসারের সমতা বজায় রাখতে পারবেন। নতুন কিছু কেনার আগে ভালো করে দেখে নিন।

আরও পড়ুন:Best Lover Zodiac Sign: এই রাশির জাতকেরা নাকি জুটি হিসেবে সেরা, বলছে জ্যোতিষ শাস্ত্র
সিংহ রাশি
এই সপ্তাহে আপনার দূরের মানুষ কাছে আসবে। কর্মবিরতি নিতে পারেন। ফলের ব্যবসায়ীরা বিশেষ লাভ করবেন। সপ্তাহের মাঝামাঝি কর্মনৈপূণ্যের কারণে আপনি পুরস্কৃত হতে পারেন। অবিবাহিতদের বিয়ের যোগাযোগ আসতে পারে। সমাজকল্যাণমূলক কোনও কাজের সঙ্গে আপনি যুক্ত হবেন। সপ্তাহের শেষে জীবনসঙ্গীর সঙ্গে মতপার্থক্য আসতে পারে।

কন্যা রাশি
সাধারণ মানুষের সঙ্গে মেলামেশায় এই সপ্তাহটি ভালো কাটাবেন কন্যা রাশির জাতকরা। কর্মক্ষেত্রে কিছু ভুল-ভ্রান্তিতে অস্বস্তিকর সমস্যায় পড়তে পারেন। রাজনৈতিক ব্যক্তিদের জনসংযোগ তৈরি হবে। সপ্তাহে মাঝে কোনও অসামাজিক কাজের হাতছানি আসতে পারে। প্রেম সম্পর্কের উন্নতি হবে। অনেক কাজের মধ্যে সঠিক কাজটি বেছে নিতে হবে।
