ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার ২৪ মার্চ থেকে যে নতুন সপ্তাহ (Weekly Horoscope) শুরু হল, সেই সপ্তাহে গঠিত হবে গজকেশরী রাজযোগ। মার্চ মাসের এই শেষ সপ্তাহে চন্দ্র ও বৃহস্পতি পরস্পরের কেন্দ্রীয় স্থানে অবস্থান করবে। এর ফলে গঠিত হবে গজকেশরী রাজযোগ। এই সপ্তাহে মীন রাশিতে থাকবে বুধাদিত্য রাজযোগ ও শুক্রাদিত্য রাজযোগ। এই সপ্তাহের শেষে শনিশ্চরী অমাবস্যায় কুম্ভ ছেড়ে মেষ রাশিতে গোচর করবে শনি। জ্যোতিষ গণনা অনুসারে ২৪ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে এই সপ্তাহে ভাগ্য খুলবে কোন কোন রাশির জাতকদের।
তুলা রাশি (Weekly Horoscope)
তুলা রাশির জাতকদের জন্য ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত এই সপ্তাহ (Weekly Horoscope) শুভ ও লাভজনক হতে চলেছে। এই সপ্তাহে আপনি পরিকল্পনামতো সব কাজ সম্পূর্ণ করবেন। নিজের লক্ষ্যের দিকে আরও কিছুটা এগিয়ে যাবেন তুলা রাশির জাতকরা। সপ্তাহটি বিলাসবহুল ভাবে কাটাতে পারবেন। চাকরিতে প্রোমোশন পেতে পারেন। মহিলা চাকরিজীবীদের জন্য শুভ সময়।

মেষ রাশি (Weekly Horoscope)
বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান জানাচ্ছে যে নতুন সপ্তাহে (Weekly Horoscope) নিজেদের পরিকল্পনামতো সব কাজ করতে পারবেন মেষ রাশির জাতকরা। এই সময় এঁরা যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। কোনও কাজ নিয়ে যদি মনে সংশয় থাকে, তাহলে আগামী সপ্তাহে সেই কাজে হাত না দেওয়াই ভালো। ব্যবসা, কনসালটেন্সি ও চুক্তিভিত্তিক কাজে লাভ বাড়বে।

আরও পড়ুন: Maa Ganga River: পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে গঙ্গা নদী, পাপ ধোবেন কোথায়?
বৃশ্চিক রাশি
মার্চের শেষ সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকরা কেরিয়ারে বড় সাফল্য লাভ করতে পারবেন। কোনও কোনও ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়লেও আপনি শেষ পর্যন্ত জয় পাবেন। আগামী সপ্তাহে পরিবার ও অফিস সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন। পরিবারের সঙ্গে সুখের সময় কাটাতে পারবেন। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন।

সিংহ রাশি
মার্চ মাসের শেষ সপ্তাহ আনন্দ হুল্লোড় করে কাটাবেন সিংহ রাশির জাতকরা। আগামী সপ্তাহে অভাবনীয় কিছু লাভ হবে আপনার। অফিসে আপনার জন্য অনুকূল পরিবেশ থাকবে। কর্মক্ষেত্রে যে সব সমস্যা বেশ কিছুদিন ধরে আপনাকে ভোগাচ্ছিল, সেই সবের এবার সমাধান হয়ে যাবে। আপনি নিজের বিরোধীদের মুখের মতো জবাব দিতে পারবেন।
