ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার ২৪ ফেব্রুয়ারি থেকে যে নতুন সপ্তাহ(Weekly Lucky Zodiacs) শুরু হল, সেই সপ্তাহে মীন রাশিতে লক্ষ্মী নারায়ণ রাজযোগ থাকবে। মীন রাশিতে বুধ ও শুক্রের যুতির ফল এই শুভ যোগ গঠিত হবে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মীন রাশিতে গোচর করবে বুধ। জ্যোতিষ অনুসারে লক্ষ্মী নারায়ণ রাজযোগ জাতকের জীবনে শুধু সুখ সমৃদ্ধি নিয়ে আসে না, তার সঙ্গে সমাজে প্রভাব প্রতিপত্তিও বাড়ায়। এই রাজযোগের প্রভাবে এই সপ্তাহে সৌভাগ্য লাভ করবেন পাঁচ রাশির জাতকরা। দেখে নিন ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চের মধ্যে এই সপ্তাহে সবচেয়ে সৌভাগ্যবানের তালিকায় আছে কোন কোন রাশি।
কুম্ভ রাশি (Weekly Lucky Zodiacs)
ফেব্রুয়ারি মাস বেশ আনন্দ করে শেষ করতে পারবেন কুম্ভ রাশির জাতকরা। সপ্তাহের(Weekly Lucky Zodiacs) শুরুতেই আপনি কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। কোনও নতুন পরিকল্পনার ওপর কাজ শুরু করবেন কুম্ভ রাশির জাতকরা। সঙ্গী আপনাকে সারপ্রাইজ উপহার দেবেন। ধর্মীয় বিষয়ের প্রতিও ঝোঁক বাড়বে।

তুলা রাশি (Weekly Lucky Zodiacs)
লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবে আগামী সপ্তাহে(Weekly Lucky Zodiacs) বড় উন্নতি করতে চলেছেন তুলা রাশির জাতকরা। এই সপ্তাহে আপনার মনে সুখ ও আনন্দ থাকবে। পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। পেশাগত জীবনে উন্নতির গ্রাফ চড়চড়িয়ে ওপর দিকে উঠবে। বাকি থাকা গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করে ফেলতে পারবেন। তবে স্বাস্থ্যের খেয়াল রাখা জরুরি।

আরও পড়ুন: MahaShivratri 2025: আশুতোষ একটি বেলপাতাতেই তুষ্ট, জানুন এই বেলপাতার টোটকা, জীবনে হবেনা অর্থাভাব
মেষ রাশি
ফেব্রুয়ারির শেষ সপ্তাহ দারুণ লাভজনক হতে চলেছে মেষ রাশির জাতকদের জন্য। এই সপ্তাহে আপনি পেশাগত জীবনে উন্নতি করার নানা সুযোগ পাবেন। তবে কাজের প্রয়োজনে আপনার ছুটোছুটি বাড়বে। তবে এই ছুটোছুটি আপনার জন্য লাভজনকই হবে। ভালো বন্ধু বা কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনি নিজের কাজে সাফল্য পাবেন। প্রেম জীবনও ভালো কাটবে।

ধনু রাশি
২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চের মধ্যে এই সপ্তাহে নজরকাড়া সাফল্য পাবেন ধনু রাশির জাতকরা। এই সপ্তাহে আপনাকে পরিশ্রম বেশি করতে হবে। তবে এই পরিশ্রমের সম্পূর্ণ সুফল আপনি পাবেন। পেশাগত জীবনে উন্নতি করার যোগ আছে। অফিসে বসের সঙ্গে সম্পর্ক ভালো হবে। প্রেম জীবনেও উৎসাহ ও উদ্দীপনা থাকবে। পার্টনারের সঙ্গে খুব ভালো সময় কাটানোর সুযোগ পাবেন।

আরও পড়ুন: Mahashivratri 2025: জানুন মহাশিবরাত্রির চার প্রহরের পূজার সময়, মন্ত্র ও পদ্ধতি
সিংহ রাশি
২৪ ফেব্রুয়ারি থেকে শুরু আগামী সপ্তাহে আটকে থাকা সব কাজ সম্পূর্ণ করতে পারবেন সিংহ রাশির জাতকরা(Weekly Lucky Zodiacs)। নিজের পছন্দমতো স্থানে ট্রান্সফার পেতে পারেন। পদোন্নতি ও বেতনবৃদ্ধিও হতে পারে। সামাজিক ও ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়বে আপনার। জীবনের কোনও বড় সমস্যা এই সময় আপনি সমাধান করে ফেলতে পারবেন। আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে।