ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’। বঙ্গোপসাগরের একাংশ এখন থেকেই উত্তাল হতে শুরু করেছে। সাগরদ্বীপ ও পুরীর মাঝে ল্যান্ডফলের সম্ভাবনা, যার ফলে বুধবার দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দফতরের। ভাঙতে পারে নদী বাঁধ। ভাসতে পারে একাধিক গ্রাম। এই আশঙ্কায় দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য তৈরি থাকছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। ইতিমধ্যে বাংলার জন্য এনডিআরএফের ১৪টি দল এবং ওড়িশার জন্য ১১টি দলকে প্রস্তুত রাখা হয়েছে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের গতিপ্রকৃতির দিকে সজাগ দৃষ্টি রেখেছেন আবহবিদেরা। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে ওড়িশার পারাদ্বীপের ৭৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে নিম্নচাপটি। বাংলার সাগরদ্বীপের ৭৭০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে রয়েছে এটি। ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে একাধিক সতর্কতা মূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘ডানা’! দক্ষিণবঙ্গের আকাশে ফের দূর্যোগের ভ্রুকুটি
ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় বিশেষ প্রস্তুতি চালাচ্ছে প্রশাসন। নিম্নচাপের গতিপ্রকৃতির হাওয়া যে বদলাতে পারে সেই ব্যাপারে আগাম সতর্ক করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। এছাড়াও ফ্ল্যাট সেল্টার ও স্কুল গুলিকে প্রস্তুত রাখা হয়েছে দুর্গতগ্রস্ত বাসিন্দাদের। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ঘূর্ণিঝড়ের সতর্কতায় দীঘা মাইকিং প্রশাসনের। প্রস্তুত রাখা হচ্ছে ত্রাণ শিবির। আয়লা সেন্টার সহ সমস্ত জায়গায় মজুত করা হয়েছে ত্রাণ সামগ্রী। জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় সমস্ত বিডিও ও এসডিওদের সঙ্গে করা হয়েছে বৈঠক। সতর্ক করা হয়েছে ২৫টি ব্লককে। নজরদারি করা হবে উপকূলবর্তী এলাকায় বাঁধ গুলিতে। প্রয়োজন অনুযায়ী দুর্যোগকবলিত এলাকায় এনডিআরএফ মোতায়েন করা হবে।