জনসভায় মহিলাদের উপস্থিতি নগণ্য, লক্ষীর ভাণ্ডার বন্ধের নিদান চেয়ারম্যানের

তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলা কিষান ক্ষেত মজদুর বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে হাজির হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শ্রীকান্ত মাহাত।

জনসভায় মহিলাদের উপস্থিতি নগণ্য, লক্ষীর ভাণ্ডার বন্ধের নিদান চেয়ারম্যানের

ট্রাইব টিভি ডিজিটাল: কেউ বলছেন তৃণমূলের হেভিওয়েট নেতা পরেশ অধিকারী আলু চুরি ব্যবসায় রপ্ত! আবার কেউ বলছেন মহিলাদের লক্ষীর ভান্ডার বন্ধ করতেই হবে। পশ্চিম মেদিনীপুর জেলার দাশপুরে তৃণমূলের নেতা-মন্ত্রীদের একের পর এক বেফাঁস মন্তব্যে সরগরম রাজনৈতিক মহল। 

তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলা কিষান ক্ষেত মজদুর বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে হাজির হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শ্রীকান্ত মাহাত। প্রাক্তন মন্ত্রী পূর্ণন্দু বসু, জেলা চেয়ারম্যান অমল পান্ডা সহ একঝাঁক নেতা নেত্রী। সেখানেই প্রকাশ্যে মঞ্চ থেকে তৃণমূলের জনসভায় মহিলাদের উপস্থিতি কমের কারনে লক্ষীর ভান্ডার বন্ধের নিদান দেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান অমল পান্ডা। 

ঘাটাল সংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যানের বক্তব্য, ''দাসপুরে কিষান ক্ষেতমজুর সংগঠনের একটি মিটিং হচ্ছে সেখানে মায়েদের সংখ্যা কেন কম। মায়েদের লক্ষীর ভান্ডার আছে। সংখ্যায় মহিলাদের উপস্থিতি এত কম কেন। সংখ্যায় বেশি থাকতে হবে, তাই মায়েদের তো আসতে হবে।'' সভাশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর বিষ্ফোরক মন্তব্য, ''তৃণমূল কৃষকদের পক্ষেই। বাম আমলে আলু চুরি ব্যবসার মূলে ছিলেন তৎকালীন খাদ্যমন্ত্রী  পরেশ অধিকারী। তিনি আবার পরে তৃণমূলে এসেছেন।''

এদিকে এই মন্তব্যের পরই চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসকদল। খোদ এক প্রাক্তন মন্ত্রী ও এক সভাপতির বক্তব্যের পরে পাল্টা মন্তব্যও এসেছে বিরোধী শিবির থেকে।