ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উপনির্বাচনে তৃণমূলের ছয়ে ছক্কা। শুরু থেকেই মেদিনীপুর, নৈহাটি, হাড়োয়া, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে ভোটের ব্যবধানে বেড়েছে শাসকদলের প্রার্থীদের (West bengal Byelection results)। সব কেন্দ্রেই জয়ী তৃণমূল প্রার্থীরা। মেদিনীপুর (Medinipur) কেন্দ্রেও জয় তৃণমূলের। মেদিনীপুর উপনির্বাচনের ভোট গণনার উত্তাপ দ্বিতীয় রাউন্ডের পর থেকেই মোটামুটি আঁচ করা গিয়েছিল। অপেক্ষা ছিল শুধুমাত্র সময়ের। ১৭ নম্বর রাউন্ড শেষ হওয়ার পরেই জয়ী ঘোষিত হলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।
যখন তৃণমূল প্রার্থী (TMC Candidate) সুজয় হাজরা উপনির্বাচনের জয় উৎসর্গ করলেন মানুষের উদ্দেশ্যে। সমস্ত কৃতিত্ব উজাড় করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তখন একই ভোট গণনা কেন্দ্রে দাঁড়িয়ে থাকা বিজেপি প্রার্থী শুভজিৎ রায় তোপ দাগলেন বাংলার শাসকদলকে। তিনি বলেন, ‘তৃণমূল ও পুলিশের যৌথ কারসাজির কাছে পরাজিত হল মানুষের মতামতের তত্ত্ব’। বিজেপি প্রার্থী অভিযোগ করলেন, নির্বাচনের দিন এবং আগের দিন পুলিশ পেশিশক্তি দেখিয়ে ভোট করিয়েছে।
আরও পড়ুন: WB Byelection Result 2024: উপনির্বাচনে ছয়ে ৬ তৃণমূল, শক্ত ঘাঁটিতেও শূন্য BJP
প্রসঙ্গত, একসময় যখন রাজ্যজুড়ে সবুজ ঝড় উঠেছিল তখন মেদিনীপুর থেকে ‘পদ্ম’ ফুটিয়ে নজির করেছিল বিজেপি (BJP)। দিলীপ ঘোষ হন মেদিনীপুরের সাংসদ। পরবর্তী সময়ে সেই নিশ্চিত আসনেও ফাটল ধরায় তৃণমূল। গত লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা থেকে জয়ী হন জুন মালিয়া। বিধায়ক জুন মালিয়া সাংসদ হওয়ার পরেই তার ফেলে যাওয়া আসনেই হল নির্বাচন।
আরও পড়ুন: West Bengal: বাংলার লক্ষীলাভ, ১০০ কোটি বিনিয়োগের ঘোষণা করন পলিমার্সের
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বাম ,কংগ্রেস ,তৃণমূল এবং বিজেপি সবকটি দলই। নির্বাচনের প্রথম দিন থেকে আরজি কর সহ একাধিক ইস্যু নিয়ে সোচ্চার হয়ে নিজেদের জয় সুনিশ্চিত করার লক্ষ্যে দৌড়েছিল সব দলগুলি। কিন্তু তৃণমূলের কাছে ছিল এই লড়াই ‘প্রেস্টিজ ফাইট’। জেলার সমস্ত শক্তি উজাড় করে দল। এই আসনে জিততে তৎপর ছিল তৃণমূল। নির্বাচনের ফলাফল ঘোষণার দিন তৃণমূলের সেই লড়াই ফলপ্রসু হল। অক্ষত থাকল শাসক দলের আরও একটি আসন।