অভ্রদ্বীপ দাস, কলকাতা: আর.জি.করের চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে ১০০ দিন অতিক্রান্ত। ঘটনায় জড়িতদের দ্রুত সাজার দাবিতে সিবিআই দফতর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ‘ডেপুটেশন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন’ সংগঠনের।
পূর্ব ঘোষিত অনুযায়ী সোমবার দুপুর ১.২০ মিনিট নাগাদ চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা এসে পৌঁছয় সিজিও ভবনের সামনে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে ঢোকার আগেই সিজিও ভবনের মূল প্রবেশদ্বার প্রতিনিধি দলকে আটকে দেয় কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীর কর্মীরা। বাহিনীর অনুমতির জন্য এই মুহূর্তে তারা বাইরে অপেক্ষা করছেন।
ধর্ষণ ও খুন কাণ্ডে তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করতে সিবিআই আধিকারিকদের কাছে একটি স্মারকলিপি লিখে নিয়ে এসেছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। তাতে একাধিক দাবির মধ্যে উল্লেখযোগ্য হল- এক, অপরাধীদের জন্য কঠোরতম শাস্তি। দুই, ধর্ষণ ও খুন মতো বর্বরোচিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোরতম শাস্তি দিতে হবে। তিন, দোষীদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট জমা করতে হবে। চার, স্বচ্ছতার সঙ্গে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হবে ইত্যাদি।
আরও পড়ুন:https://tribetv.in/fire-in-acropolis-mall-at-kolkata/
আরও পড়ুন: https://tribetv.in/toy-train-service-was-restarted-at-hills-after-four-and-halfs-month-later/
অন্যদিকে, থ্রেট কালচারের মাথাদের বাঁচাতে সরকারি চক্রান্ত চলছে বলে অভিযোগ। যার বিরুদ্ধে এবার মেডিকেল কলেজগুলিতে স্বাধিকার রক্ষার দাবিতে মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টরস ফোরাম নার্সেস ইউনিটির পক্ষ থেকে সোমবার স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়। শুধু তাই নয়, স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করতে গেলে বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্তারা বাধা দেয় তাদের। পরে তাঁদের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ভিতরে গিয়ে দাবি পেশ করেন।