ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ক্যালেন্ডারে এখন মার্চের মাঝামাঝি সময়, এখনই গরম আবহাওয়া(Weather)। তীব্র দাবদাহে জ্বলছে বাংলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারা। তীব্র দাবদাহহের মধ্যে রবিবার সন্ধ্যার আচমকা বৃষ্টি ৷ যদিও তার স্থায়িত্ব ছিল খুবই কম। সামান্য ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে শহরের গুমোটভাব কিছুটা কেটেছে, তবে সোমবার থেকে ফের তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দিনগুলিতে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া?
আজও তাপপ্রবাহের সতর্কতা(Weather)
বসন্তের শুরুতেই এবার গ্রীষ্মের স্বাদ পাচ্ছে বঙ্গবাসী। দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া(Weather) দফতর। অন্য জেলাগুলিতেও উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার কারণে অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবারও তাপপ্রবাহ হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এছাড়াও পুরুলিয়াতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গুমোট গরম থাকবে। এই জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
তাপমাত্রা কি কমবে?(Weather)
চলতি সপ্তাহে খুব একটা তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া(Weather)অফিস জানিয়েছে, আগামী দু’দিন তাপমাত্রা আরও দু’ডিগ্রি বাড়তে পারে। তার পরের তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন: Malda: আবারও গুলি চলল মালদহে! তৃণমূল বিধায়ক সাবিত্রীর বাড়ির সামনেই গুলিবিদ্ধ ১
দক্ষিণে এই সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা
হাওয়া অফিস বলছে, গরমের মধ্যেই এই সপ্তাহে বৃষ্টি হতে পারে। মিলতে পারে স্বস্তি। তীব্র গরমের মাঝেই রবিবার সন্ধ্যায় একপশলা স্বস্তির বৃষ্টি পেয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শিলা বৃষ্টিও হয়েছে একাধিক জায়গায়। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না। বৃষ্টি চলতে পারে শনিবার পর্যন্ত। ফলে সপ্তাহের শেষের দিকে গরমের হাত থেকে কিছুটা রেহাই মিলবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Abhishek Banerjee : অভিষেকের শনিবাসরীয় মেগা বৈঠক, ছাব্বিশের আগে অ্যাকশন মোডে সেকেন্ড ইন কমান্ড
উত্তরের আবহাওয়া
সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা থাকলেও উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুকনো থাকবে। তবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের আর কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।