Last Updated on [modified_date_only] by Ananya Dey
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বাংলায় ফের দুর্যোগের সতর্কতা (Weather Update)। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে একটানা কয়েকদিন চলতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। একই সঙ্গে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দিনভর চলবে রোদ-মেঘের খেলা (Weather Update)
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Weather Update) রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের কিছু জায়গায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে, দিনভর চলবে রোদ-মেঘের খেলা।
রবিবার থেকে বাড়বে বৃষ্টির প্রকোপ (Weather Update)
রবিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রকোপ (Weather Update) বাড়তে পারে। ঝড়-বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়ায়। সোমবার বাকি জেলাগুলিতেও এই সতর্কতা থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবারও কিছু জেলায় বৃষ্টি চলবে—বিশেষত হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও বাঁকুড়ায়। তবে মঙ্গলবারের পর আপাতত কোনও নতুন সতর্কতা জারি হয়নি।
আরও পড়ুন : RG Kar Case: রাষ্ট্রপতিকে ইমেল অভয়ার পরিবারের, অবশেষে মিলল জবাব
উত্তরে তুমুল বৃষ্টি
অন্যদিকে, উত্তরবঙ্গে শনিবার তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ কম থাকলেও রবিবার থেকে ফের দুর্যোগ শুরু হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গল ও বুধবারও বৃষ্টির ধারা বজায় থাকবে। পাহাড়ি জেলায় ধস নামার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।
বঙ্গোপসাগরে নিম্নচাপ
সমুদ্রেও রয়েছে সতর্কতা। শনিবার পর্যন্ত ওড়িশা ও বাংলা উপকূলবর্তী এলাকায় সমুদ্রে মৎস্যজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে, যা পরোক্ষভাবে পশ্চিমবঙ্গেও প্রভাব ফেলছে।
আরও পড়ুন : Singur Nurse Death: নন্দীগ্রামের নার্স দীপালি জানার রহস্য মৃত্যু, ময়নাতদন্ত নিয়ে বিতর্ক!
বর্ষায় এ বছর ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে। আগস্টেও সেই ধারা অব্যাহত। তবে বৃষ্টির প্রকোপ না কমলে তার প্রভাব পড়তে পারে দুর্গাপুজোর প্রস্তুতিতেও। উদ্যোক্তারা তাই এখন থেকেই নজর রাখছেন আবহাওয়ার দিকে।