ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : এবছর শীতের শুরু থেকেই একটাই প্রশ্ন ঘুরছিল সবার মুখে মুখে, কবে জাঁকিয়ে আসবে শীত? শীত জাঁকিয়ে পড়ল বটে, তবে তা স্থায়ী হল না বেশিদিন (Weather Update)। তবে আরও একবার বঙ্গে ফিরছে শীতের আমেজ। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাংলায় ফের ছন্দে ফিরছে শীত।
মকর সংক্রান্তির আগে বঙ্গে পারদ পতনের সম্ভবনা (Weather Update)
গত দু’দিনে পারদ ওঠানামা হয়েছে বিস্তর।সামনেই মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লাখো মানুষ পুণ্যস্নান সারবেন। সেই সময় আরও একবার বাংলায় পারদ পতনের সম্ভবনা, পূর্বাভাস হাওয়া অফিসের।রাতের বেলা তাপমাত্রা কমবে ৪ ডিগ্রি।ঠাণ্ডার ভালো প্রভাব দেখা যেতে পারে পশ্চিমের বেশ কিছু জেলায়(Weather Update)।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া ? (Weather Update)
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার সম্ভাবনা।রাতের তাপমাত্রা একেবারে চার ডিগ্রি পর্যন্ত কমতে পারে।পশ্চিমের বেশ কিছু জেলায় বেশ ঠাণ্ডা অনুভূত হবে। দক্ষিণের কিছু জেলায় ১০ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা ,পূর্বাভাসে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে এই শীতের আমেজ বেশি দিনের নয়। ঠান্ডা চার থেকে পাঁচদিনের বেশি স্থায়ী হবে না। এর অন্যতম কারণ পশ্চিমী ঝঞ্ঝা। আর এই কারণে ফের একবার তাপমাত্রা বাড়বে এবং কমবে ঠান্ডার আমেজ (Weather Update)।আগামি ২৪ ঘণ্টায় কলকাতাতেও কমবে তাপমাত্রা।কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের ধাপে ধাপে তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে কুয়াশার পূর্বাভাসও দেওয়া হয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া ?
উত্তরবঙ্গেও আগামী দুই তিন দিন তাপমাত্রা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে শিলা বৃষ্টি কিংবা তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। দার্জিলিং, কালিম্পং উত্তরের উঁচু পার্বত্য এলাকায় এই পরিস্থিতি তৈরি হতে পারে। এক সঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন : Higher Secondary Dropouts: কমছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা, বাড়ছে স্কুলছুট
শীতে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা
পৌষের শেষে এসে ফের খামখেয়ালি আবহাওয়া। আগামী দুই দিন কমবে সর্বনিম্ন তাপমাত্রা। পরের তিনদিনে প্রায় একই জায়গায় থাকবে পারদ। পৌষ সংক্রান্তির আগে ফের বাড়বে তাপমাত্রা।পরপর পশ্চিমী ঝঞ্ঝা শীতের পথে কাঁটা।বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। বাড়ছে পুবালী হাওয়ার দাপট। সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প। এর প্রভাবেই বাড়বে রাতের তাপমাত্রা।পৌষ সংক্রান্তির আগে দশই জানুয়ারি উত্তর-পশ্চিম ভারতের ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। পৌষ সংক্রান্তির জাঁকিয়ে শীতে কাঁটা হতে পারে এই ঝঞ্ঝা।