ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভেঙে ঝুলছে কাঠের সেতুর একাংশ। জীবনের ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত, চরম সমস্যায় একাধিক গ্রামের মানুষ। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের (West Midnapur News) চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ঘোষকিরা গ্রাম। একদিকে দ্রুত সেতু মেরামতির দাবি তুলে সরব হয়েছেন এলাকাবাসীর। অন্যদিকে ভাঙা সেতু নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।
চন্দ্রকোনা (West Midnapur News) ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রাম। গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে শিলাবতী নদী। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে নদীর উপর গ্রাম পঞ্চায়েতের তরফে তৈরী করা হয়েছিল একটি কাঠের সেতু। সেতুর উপর দিয়ে নিত্যদিন যাতায়াত করেন প্রায় ৮-১০ টি গ্রামের বাসিন্দারা। ঘোষকিরা গ্রামের বাসিন্দা সহ আশপাশের গ্রামের বাসিন্দাদের, এই কাঠের সেতু পেরিয়ে গ্রাম পঞ্চায়েত কার্যালয়, স্কুল কলেজ থেকে শুরু করে হাসপাতাল, বাজারহাট যেতে হয়। কিন্তু গুরুত্বপূর্ণ এই কাঠের সেতুটি দীর্ঘদিন ধরেই বেহাল। সম্প্রতি সেতুর একাংশ ভেঙে গিয়ে বিপজ্জনকভাবে ঝুলছে নদীর ওপর।
আরও পড়ুন: https://tribetv.in/sundarbans-fisherman-get-release-from-bangladesh/
ভাঙা সেতুর উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলছে সাইকেল, মোটরসাইকেল, সহ সাধারণ মানুষের যাতায়াত। মাসখানেক আগে ঘোষকিরা গ্রামের কৃষকরা নিজেদের উদ্যোগে নদী পারাপারের জন্য সেতু লাগোয়া নদী বরাবর বালি ও মাটি দিয়ে অস্থায়ী রাস্তা তৈরি করেছিলেন। সেতু ভেঙে পড়ায় গ্রামবাসীদের যাতায়াতের একমাত্র ভরসা সেই অস্থায়ী রাস্তা। কিন্তু সেই রাস্তাও বেহাল হয়ে পড়ায় বাইক নিয়ে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রামবাসীরা। যেকোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কায় ভুগছেন সকলে।
আরও পড়ুন: https://tribetv.in/indian-land-recovered-by-bsf-from-people-of-bangladesh/
শিলাবতী নদীর উপর স্থায়ী কংক্রিট ব্রীজের দাবি দীর্ঘ দিনের, ৮০ র দশক থেকে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা ও রাজ্য স্তরে লিখিত আবেদন জানিয়ে আসছে এলাকাবাসীরা। বাম আমল থেকে তৃণমূল জমানা। কিন্তু এখনও স্থায়ী সেতু নির্মাণ নিয়ে কোনো উদ্যোগ নেই প্রশাসনের, দাবি এলাকাবাসীর।বেহাল ও ভেঙে পড়া কাঠের সেতুটি দ্রুত মেরামতের ব্যবস্থা করুক প্রশাসন, চাইছেন এলাকার বাসিন্দারা। একদিকে গ্রামের মানুষেরা চরম ভোগান্তি ও সমস্যার শিকার, অন্যদিকে ভাঙা সেতু নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। ভাঙা সেতু নিয়ে শাসকদল ও প্রশাসনকে (West Midnapur News) তীব্র কটাক্ষ বিজেপি নেতৃত্বের।
আরও পড়ুন: https://tribetv.in/isro-gslv-mission-in-january-100th-flight/
বিজেপিকে পাল্টা আক্রমন শানিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। দ্রুত ভাঙা সেতু মেরামতির আশ্বাস দিয়েছেন ভগবন্তপুর ১ নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি আরমান আলী খাঁন। দ্রুত গ্রাম পঞ্চায়েতের তরফে সেতুটি মেরামত করা হবে বলে জানিয়েছেন চন্দ্রকোনা (West Midnapur News) ২ নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক। এই বিষয়ে জেলায় একটি চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। প্রশাসনের আশ্বাস কাটিয়ে, রাজনৈতিক তরজা এড়িয়ে, কবে স্থায়ী সেতু পায় এলাকার বাসিন্দারা ? সেটাই এখন দেখার।