ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতার (Kolkata ) বুকে বাঙালি শিল্প সংস্কৃতির মাঝেই বড় হয়েছিলেন করিশ্মা কাপুরের (Karisma Kapoor) ঠাকুরদা রাজ কাপুর। তাঁর শৈশব কেটেছিল এই শহরেই। গত সোমবার তিলোত্তমায় এলেন করিশ্মা। কিন্তু কারণটা কী? কীসের টানে হঠাৎ কলকাতায় এলেন রাজ কাপুরের নাতনি? তবে কি তিনি কলকাতার প্রেমে পড়েছেন?
স্নিগ্ধ লুকে করিশ্মা (Karisma Kapoor)
করিশ্মার (Karisma Kapoor) পরনে প্রিন্টেড শার্ট। পান্না সবুজ রঙের স্কার্টের সাথে একই রঙের পা ছোঁয়া একটি সুন্দর জ্যাকেট। হাতে একগুচ্ছ চুরি। হালকা মেকআপ, আর চুল পনিটেল করে বাঁধা। স্নিগ্ধ লুকে ২১শে এপ্রিল সোমবার কলকাতায় এসেছিলেন করিশ্মা কাপুর। তাঁকে দেখে বোঝা দায়, যে বয়স প্রায় পঞ্চাশের কোঠায়।
অনুরাগীদের উচ্ছ্বাস (Karisma Kapoor)
করিশ্মা কাপুর (Karisma Kapoor) কলকাতা এসেছেন বলে কথা, অনুরাগীদের উচ্ছ্বাস তো থাকবেই। কলকাতার বুকে পা রাখতেই তাঁকে রীতিমত ঘিরে ধরে অনুরাগীরা। মূলত একটি আলোচনা সভায় যোগ দিতেই কলকাতায় এসেছিলেন তিনি। সেখানে তুলে ধরেছেন তাঁর জীবনের নানান গুরুত্বপূর্ণ কথা থেকে শুরু করে অভিজ্ঞতা। পা মেলান ‘লে গেয়ি লে গেয়ি’ গানের তালে । অনুরাগীদের দেখতে পেয়ে হাসি মুখে হাত নাড়ান। সবার সঙ্গে সেলফি তোলেন। কখনও বা অনুরাগীদের সঙ্গে দাঁড়িয়ে ক্যামেরায় এক ফ্রেমে পোজ দেন। তিনি যে বলিউডের এত বড় সেলিব্রিটি, দেখে বোঝা মুশকিল। এমনকি এক অনুরাগীর সেলফিতে আসেননি বলে, নিজে গিয়ে ঝুঁকে সেলফিতে ধরা দেন তিনি।
https://www.instagram.com/reel/DIti0rdvMZL/?igsh=NjZiM2M3MzIxNA%3D%3D
আরও পড়ুন: Naagzilla: নাগিন রাজত্বকে চ্যালেঞ্জ, ইচ্ছেধারী নাগ হলেন কার্তিক আরিয়ান! কবে মুক্তি?
কলকাতার প্রতি টান
কাপুর পরিবারের সাথে কলকাতার একটা টান রয়েছে, তা বলাই বাহুল্য। কারণ একটা সময় করিশ্মার ঠাকুরদা রাজ কাপুর, প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুর কলকাতাতে থাকতেন। কলকাতাতেই রাজ কাপুরের শৈশব কেটেছে, পড়াশোনা করেছিলেন ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে। তবে বেশিদিন তিনি কলকাতায় থাকেননি। কলকাতা নিউ থিয়েটার্সের সঙ্গে যুক্ত ছিলেন পৃথ্বীরাজ কাপুর। তারপর ভাগ্যের অন্বেষণে তাঁরা পাড়ি দেন মুম্বাই শহরে। কিন্তু কখনও তিলোত্তমার টান ভুলতে পারেননি। কলকাতার প্রতি কাপুর পরিবারের একটা টান আছে। এর আগেও কলকাতায় কাপুর পরিবারের সদস্যদের বহুবার আসতে দেখা গিয়েছে। করিশ্মা কাপুর নিজেও সুযোগ পেলে কলকাতায় আসেন।
বলিউডে করিশ্মার সফল কেরিয়ার
বর্তমানে করিশ্মাকে বলিউড ছবিতে খুব একটা দেখা না গেলেও, একটা সময় দাপিয়ে অভিনয় করেছেন। তাঁর ফ্যান ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম নয়। বলা যেতে পারে, মুম্বাইতে অভিনেত্রী হিসেবে তাঁর সফল কেরিয়ার রয়েছে। মাত্র ১৬ বছর বয়সে শুরু করেছিলেন কাজ। অভিনেত্রীর অন্যতম কাজের তালিকায় রয়েছে, দিল তো পাগল হ্যায় , বিবি নাম্বার ওয়ান, জিগর, রাজা হিন্দুস্তানীর মতো একাধিক সুপার হিট ছবি।