ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইউজারদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন (WhatsApp Security Features) একটি ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ। মেটার অধীনস্থ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি আগেই তার বিভিন্ন ফিচারের মাধ্যমে ইউজারদের নিরাপত্তাকে প্রাধান্য দিয়েছে।
নতুন সিকিউরিটি ফিচার (WhatsApp Security Features)
এবার, নতুন সিকিউরিটি ফিচার “অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি” চালু করতে চলেছে (WhatsApp Security Features) হোয়াটসঅ্যাপ, যা বিশেষ করে অ্যান্ড্রয়েড ভার্সনের ইউজারদের জন্য হবে। WABetaInfo, একটি সংস্থা যারা হোয়াটসঅ্যাপের নতুন ফিচারের ওপর নজর রাখে, তাদের তথ্যমতে এই ফিচারটি শিগগিরই উন্মুক্ত হতে পারে।
একাধিক সুবিধা (WhatsApp Security Features)
এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের জন্য একাধিক সুবিধা নিয়ে (WhatsApp Security Features) আসবে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনে যখন এই ফিচারটি চালু হবে, তখন ইউজাররা মিডিয়া শেয়ারিংয়ের ক্ষেত্রে কিছু নতুন নিষেধাজ্ঞা পাবেন। বিশেষত, যেসব ইউজার ছবি বা ভিডিও পাঠাবেন, তাদের গ্যালারিতে সেই মিডিয়া অটো সেভ হওয়ার বিষয়টি বন্ধ হয়ে যাবে। এই নতুন ফিচারটি চালু হলে, প্রাপক তথা রিসিভার যেসব ছবি বা ভিডিও পাবেন, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে তাদের ডিভাইসে সেভ হবে না। এর ফলে ইউজারের গ্যালারি আরও সুরক্ষিত থাকবে, এবং অতিরিক্ত বা অপ্রয়োজনীয় মিডিয়া ফাইল থেকে মুক্ত থাকবে।
নিশ্চিত নিরাপত্তা (WhatsApp Security Features)
এছাড়াও, এই ফিচারের মাধ্যমে ইউজারের চ্যাট হিস্ট্রি কাউকে পাঠানোর (WhatsApp Security Features) ব্যাপারেও নিয়ন্ত্রণ পাওয়া যাবে। যার ফলে কোনো ইউজার সহজেই ব্লক করতে পারবেন, যাতে কেউ তার চ্যাট হিস্ট্রি পাঠাতে না পারে। এটি ইউজারের গোপনীয়তা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
অপশনাল আপডেট
এই নতুন সিকিউরিটি ফিচারটি হোয়াটসঅ্যাপের একটি ভবিষ্যত আপডেটে অন্তর্ভুক্ত হবে, তবে ঠিক কবে এটি চালু হবে তা এখনো নির্দিষ্ট নয়। WABetaInfo জানিয়েছে, এই ফিচারটি বর্তমানে WhatsApp Beta for Android app version 2.25.10.4-এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। তবে, ইউজাররা এই ফিচারটি ব্যবহার করতে চাইলে সেটিংসে গিয়ে তা সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারবেন, অর্থাৎ এটি অপশনাল হবে।
অতিরিক্ত সুরক্ষা স্তর
এই নতুন ফিচারটি চালু হলে, ইউজারদের ডিভাইসের স্টোরেজও অতিরিক্ত মিডিয়া ফাইল দিয়ে পূর্ণ হবে না, যা ডিভাইসের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া, কোনও ধরনের প্রতারণামূলক মিডিয়া বা অপ্রত্যাশিত ফাইল ডাউনলোড হওয়ার ঝুঁকি কমবে। সুতরাং, এটি ইউজারের নিরাপত্তা ও ডিভাইসের সুস্থতার জন্য একটি অতিরিক্ত সুরক্ষা স্তর যোগ করবে।
আরও পড়ুন: Fake New Aadhar Card: জিবলি দিয়ে তৈরী নকল আধার কার্ড, বাড়ছে আইনি জটিলতা!
হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারটি সারা বিশ্বে ইউজারদের গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে, এবং এটি বেশিরভাগ ইউজারের জন্য উপকারী হবে বলে আশা করা হচ্ছে।