ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঘরে চলছিল এসি। শোওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন জেলাশাসক। তারপরেই (Snake Found In Maldah) ঘটে গেল বিপদ। দেখা গেল এসির মুখ থেকে কিলবিল করে বেরিয়ে আসছে একের পর এক সাপ! তা দেখে রীতিমত চক্ষু চড়ক গাছ অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকারের। পরিবারের সদস্যদের নিয়ে ঘরের কোণায় চলে গিয়েছিলেন তিনি। ওই রাতেই শুরু হয় উদ্ধারকাজ। জানা যাচ্ছে উদ্ধার হয়েছে মোট ৮ টি সাপ।
এসি চালানোর পরেই আতঙ্ক (Snake Found In Maldah)
মালদহের অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার। ইংলিশবাজার শহরের মাধবনগর এলাকার সরকারি বাংলোতে তিনি সপরিবারে থাকেন। গতকাল রাতে ঘুমনোর তোড়জোড় চলছিল। ঘরের এসি চালানোর পরেই আতঙ্ক ছড়ায়। এসির ভিতর থেকে বেরতে শুরু করে একাধিক সাপ (Snake Found In Maldah)। নিরাপদ দূরত্বে পরিবারের সদস্যদের সরিয়ে নিয়ে যায় তিনি। দ্রুত খবর দেওয়া হয় বনদপ্তরে। সঙ্গে সঙ্গে খবর দেন সর্প বিশারদ নিতাই হালদারকে। পুরাতন মালদা থেকে বাইক নিয়ে ছুটে যান নিতাই হালদারও। তিনি গিয়েই একের পর এক সাপ উদ্ধার করতে থাকেন নিতাইবাবু। যদিও উদ্ধার হওয়া আটটি সাপ বিষধর নয় বলেই জানিয়েছেন সর্প বিষারদ নিতাই হালদার।
এসি না চলায় সেখানে বাসা (Snake Found In Maldah)
নিতাইবাবু বলেন তিনি বলেন, ‘এগুলি হচ্ছে ঘরোয়া বাতাচিতি। মূলত ঠান্ডা জায়গা পাওয়ার কারণেই বাসা বেঁধে থাকে এই ধরণের সাপ। শীতের মরশুমের কারণে এসি না চলায় সেখানে বাসা বেঁধে প্রজনন ঘটিয়েছে এই ধরনের সাপ।’ সাপগুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে সাপ ঘরের মধ্যে ঢুকল? নিরাপত্তার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে তাঁরা বলেন, ‘গরম থেকে বাঁচতে এদিন শোওয়ার ঘরের এসিটা চালাতে গিয়েই বিপত্তি ঘটে। কিলবিল করে একের পর এক সাপ বেরিয়ে আসে। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ি। এতগুলো সাপ কীভাবে এসির মধ্যে ঢুকল? তা বুঝে উঠতে পারিনি।
আরও পড়ুন: Garchumuk Zoological Park: আনা হবে দু’টি রয়্যাল বেঙ্গল টাইগার, আরও সমৃদ্ধ হবে গড়চুমুক
সাপগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছেন
অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার বলেন, “চৈত্রের গরমে এদিন শোবার ঘরের এসিটা চালাতে শুরু করেছিলাম। আর তাতেই ঘটে বিপত্তি। কিলবিল করে একের পর এক সাপ বেরিয়ে আসে। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ি। এতগুলো সাপ কীভাবে এসির মধ্যে ঢুকে পড়ল, কিছুই বুঝতে পারছি না। যথা সময়ে বনদপ্তরের সহযোগিতা নিয়ে একজন সর্প বিষারদ বাংলোতে এসে সাপগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছেন।”