ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুরাণে যে সাত চিরঞ্জীবীর নাম পাওয়া যায়, তাঁদের মধ্যে অন্যতম হলেন হনুমান (Hanuman Jayanti)। শ্রীরামের আশীর্বাদে তিনি অমরত্ব লাভ করেন। বলা হয়ে থাকে, কেউ খাঁটি মনে তাঁকে ডাকলে, ভক্তের মনোবাঞ্ছা তিনি নিশ্চয় পূরণ করেন। এই কারণে কলিযুগের জাগ্রত দেবতা বলা হয়ে থাকে বজরংবলীকে। তুলসীদাসও কলিযুগের হনুমানের উপস্থিতির কথা তাঁর লেখনীতে উল্লেখ করেছেন। বজরংবলীর কৃপাতেই রাম ও লক্ষ্মণের দর্শন পেয়েছিলেন তুলসীদাস। হনুমান জয়ন্তীতে জেনে নিন কোথায় কোথায় গেলেএখনও উপলব্ধি করতে পারবেন বজরংবলীকে।
কিষ্কিন্ধ্যা (Hanuman Jayanti)
রামায়ণে কিষ্কিন্ধ্যা পর্বতের উল্লখ পাওয়া যায় (Hanuman Jayanti)। কর্নাটকের বেল্লারি জেলার কোপ্পালের কাছে অবস্থিত কিষ্কিন্ধ্যা পাহাড়ে তপস্যা করেছিলেন হনুমান মা অঞ্জনি। এখানে রামের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় হনুমানের। এই কলিযুগেও কিষ্কিন্ধ্যা পর্বতে বজরংবলী বাস করেন বলে মনে করা হয়।

গন্ধমাদন পর্বত (Hanuman Jayanti)
কলিযুগে গন্ধমাদন পর্বতেই হনুমানের বাস বলে প্রচলিত বিশ্বাস। বলা হয়ে থাকে গন্ধমাদন পর্বতে তপস্যারত অনেক সাধু-সন্ন্যাসী সেখানে বজরংবলীর দর্শন পেয়েছেন। এই গন্ধমাদন পর্বতে তপস্যা করতেন স্বয়ং মহর্ষি কাশ্যপ। কৈলাশ পর্বতের উত্তরে অবস্থিত গন্ধমাদন পর্বতে রামচন্দ্রের থেকে অমরত্ব লাভ করে তপস্যায় মগ্ন হন বজরংবলী।

আরও পড়ুন: Hanuman Jayanti: হনুমান জয়ন্তীতে বাড়িতে আনুন এই জিনিসগুলো, প্রসন্ন হবেন বজরংবলী
নিম করোলি বাবা আশ্রম
নিম করোলি বাবার ভক্তরা তাঁকে বজরংবলীর অবতার বলে মনে করেন। বলা হয়ে থাকে, নিম করোলি বাবা এমন অনেক চমৎকার করেছেন, যা বজরংবলীর সঙ্গে সম্পর্কযুক্ত। উত্তরাখণ্ডের কাইঞ্চি-সহ আরও নানা স্থানে তাঁর আশ্রম রয়েছে। স্টিভ জোবস, মার্ক জাকারবার্গের মতো বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিরা তাঁর ভক্ত তালিকায় রয়েছেন।
