Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গতকাল থেকে শুরু হওয়া এশিয়া কাপে আজ ভারতের যাত্রা শুরু। ভারতের প্রতিপক্ষ UAE। তার আগে জেনে নিন কোথায় কীভাবে দেখবেন (Asia Cup Info)।
এশিয়া কাপে ভারতের যাত্রা শুরু (Asia Cup Info)
এশিয়া কাপ নিয়ে চর্চা চলছেই। কখনও দল নির্বাচন নিয়ে কখনও আবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নাম নিয়ে। তবে তার আগে ভারত আজ মাঠে নামছে UAE-র বিরুদ্ধে। তুলনামূলক খাতায়-কলমে দুর্বল টিম সংযুক্ত আরব আমিরশাহি তবে ভারত তার পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে চলেছে বলেই মত সবার। তবে প্রথম একাদশ এখনও ঘোষণা হয় নি ভারতের। সেই দিকেই নজর রয়েছে ভারতীয় সমর্থকদের। শুভমান গিলের প্রথম একাদশে জায়গা পাওয়া নিশ্চিত বলেই ধরে নিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে চর্চা চলছে সঞ্জু স্যামসন না জিতেশ শর্মা, কাকে দেখা যাবে প্রধান উইকেটকিপার হিসেবে (Asia Cup Info)।

প্রধান একাদশ সাজানোর পিছনে পিচের ভূমিকা থাকবে। বিশেষজ্ঞদের দাবি গত দুই বছরের কিছুটা বদল দেখা যাবে পিচে। তেমনটাই জানিয়েছেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। চ্যাম্পিয়ন্স ট্রফির তুলনায় এশিয়া কাপের পিচ অনেকটাই আলাদা। ম্যাচের আগে ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মরকেল জানিয়েছেন পিচে ঘাস রয়েছে। পিচে ঘাস থাকার ফলে সুবিধা পেতে পারেন পেসাররা। বলে সুইংও দেখা যাবে বলেই আশা করা যায়। ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ হতে পারে ওসমান বাউন্স। তবে যে পিচ একতরফা পেসারদেরই সাহায্য করবে তা নয়, স্পিনাররাও সুবিধা পাবেন তবে সেটা হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির মতো হবে না।
আরও পড়ুন: Mamata Banerjee: আপাতত রাজ্যে ফিরছেন না মুখ্যমন্ত্রী, নেপালের অস্থির পরিস্থিতিতে সিদ্ধান্ত বদল মমতার
পেসার সহায়ক পিচ হওয়ার কারণে দুই পেসার ও দুই স্পিনারকে নিয়ে দল সাজাতে পারে ভারত বলেই মনে করা হচ্ছে। বুমরার সঙ্গী হতে পারেন অর্শদীপ সিং। তার সঙ্গে যোগ্য সঙ্গত হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া। কুলদীপ যাদব ও বরুন চক্রবর্তীর মধ্যে কার উপর ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট, নাকি দুজনকেই দলে রেখে মাঠে নাম ভারত সেটা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। সম্ভাব্য তালিকায় অলরাউন্ডার হিসেবে দেখা যেতে পারে অক্ষর প্যাটেলকে।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত হবে এই ভারত বনাম UAE-র এই ম্যাচ। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৮টা থেকে। এই ম্যাচ দেখা যাবে টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। সোনি স্পোর্টস টেন ১, সোনি স্পোর্টস টেন ১ HD, সোনি স্পোর্টস টেন ৫, সোনি স্পোর্টস টেন ৫ HD চ্যানেলে সরাসরি দেখা যাবে ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহির আজকের ম্যাচ। তাছাড়াও লাইভ স্ট্রিমিং হবে ম্যাচের SonyLIV অ্যাপ ও ওয়েবসাইটেও (Asia Cup Info)।