ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রেমেরও নয়, আবার অপ্রেমেরও নয়। সম্পর্কের নতুন সমীকরণ নিয়ে হাজির সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) এবং সৌরভ দাস (Sourav Das)। একসঙ্গে তাঁরা এই প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন। নতুন বছরের জানুয়ারিতেই মুক্তি পাচ্ছে, ‘১০ই জুন’ (10th June)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ছবির ঝলক। এছাড়াও কয়েকদিন আগে মুক্তি পেয়েছে, সৌমিতৃষা অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘কালরাত্রি’ (Kaalratri)। এই মুহূর্তে সৌমিতৃষার অনুরাগীদের মনে এক গুচ্ছ প্রশ্ন। ধারাবাহিক থেকে শুরু করে, একের পর এক সিনেমা আর ওয়েব সিরিজে কাজ। ‘মিঠাই’ (Mithai ) ধারাবাহিকের মাধ্যমে বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী। এখনও সেই জনপ্রিয়তার রেশ রয়ে গিয়েছে। তাই তো বারংবার প্রশ্ন ওঠে, পুনরায় সৌমিতৃষাকে কবে ছোট পর্দায় দেখা যাবে? এই প্রশ্নের উত্তর অভিনেত্রী দিলেন ট্রাইব টিভিকে।
কবে ছোট পর্দায় দেখা যাবে সৌমিতৃষাকে?
ট্রাইব টিভির তরফ থেকে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল, সৌমিতৃষা ধারাবাহিকে কবে ফিরছেন? নাকি কোনও দিনই ধারাবাহিকে আর ফিরবেন না? উত্তরে, অভিনেত্রী কি বললেন জানেন? তাঁর পুরোদমে ছোট পর্দায় ফেরার ইচ্ছা আছে। তিনি অবশ্যই ছোট পর্দায় ফিরবেন। শুধুমাত্র দর্শকদের মন রাখার জন্য নয়, অভিনেত্রীর কথায়, “ছোট পর্দা আমাকে অনেক জনপ্রিয়তা দিয়েছে। অনেক ভালোবাসা দিয়েছে”।
কোন কোন প্ল্যাটফর্মে কাজ করতে চান অভিনেত্রী?
তবে এখন তিনি তিনটে প্ল্যাটফর্মে কাজ করতে চান। ধারাবাহিক, সিনেমা এবং ওয়েব সিরিজ। অভিনেত্রীর মতে, “যেহেতু ছোট পর্দায় কাজ করা একটা লং প্রসেস। বড় কমিটমেন্ট জড়িয়ে আছে। সিরিয়ালে যদি ঢুকি, ওই দেড় দু’বছর আমি কিন্তু অন্য কোনও কাজ করতে পারব না। আবার ছেড়ে বেরিয়ে আসতে পারব না। তাই একটা সময় দরকার। যেখানে আমার আগে পিছে অন্য কোনও কমিটমেন্ট থাকবে না। তাই অপেক্ষা করছি। কারণ আমার কাছে এখন একটা কমিটমেন্ট রয়েছে। সময় হলে আমি অবশ্যই ফিরব”।
আরও পড়ুন: Three Khan in One Film: এক ছবিতে তিন খান, সই হয়েছে চুক্তি! আমিরের চাঞ্চল্যকর দাবি
নেগেটিভিটি থেকে নিজেকে কীভাবে দূরে রাখেন সৌমিতৃষা?
প্রসঙ্গত, ‘প্রধান’ ছবির পর সৌমিতৃষা যেমন প্রশংসা কুড়িয়েছেন, ঠিক তেমনই নানান সমালোচনা কটাক্ষের শিকার হয়েছেন। অনেকেই বলেছেন, তিনি নাকি অহংকারী হয়ে গিয়েছেন। পুরনো বন্ধুদের ভুলে গিয়েছেন। এই ধরনের এই বিষয়ে বলেন “আমার যদি মনে হয়, কোনও নেগেটিভিটি আমার পছন্দ হচ্ছে না, আমি নিজেও নেগেটিভ থাকা পছন্দ করি না। সেই জায়গা থেকে বেরিয়ে আসি। নেগেটিভিটিকে পিছনে ফেলে রাখতে চাই। আমার পিছনে কে কি বলছে, ভাবি না। কারণ সামনে এসে তার বলার ক্ষমতা নেই”। আপাতত অভিনেত্রী কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। এবার তাঁকে বড় পর্দায় দেখা যাবে মিতালি রূপে। অর্থাৎ বলা হচ্ছে ‘১০ই জুন’ ছবির কথা। এছাড়াও তাঁর হাতে এখন একাধিক কাজ রয়েছে। এখন তিনি নিজেকে আবিষ্কার করতে চাইছেন। অভিনয় করতে চান বিভিন্ন স্বাদের ছবিতে।