ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলছে আমেরিকায় ভোটগ্রহণ। ডেমোক্র্যাট বনাম রিপাবলিকান পার্টির ধুন্ধুমার লড়াইয়ে ফুটছে গোটা বিশ্বও বটে! একদিকে ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে কমলা হ্যারিস। জনপ্রিয়তায় পিছিয়ে নেই কোনও পক্ষই। কিন্তু রাজনৈতিক সমীক্ষা বলছে অন্য কথা। যদি মার্কিন নির্বাচনে দুই পার্টির প্রার্থীর রেজাল্ট টাই হয়, তাহলে কে বসবেন হোয়াইট হাউসের চেয়ারে! কিন্তু মার্কিন রাজনৈতিক ইতিহাস বলছে অন্য কথা।
আমেরিকার নিয়ম অনুযায়ী, যদি কোনও প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা না পান, তাহলে প্রেসিডেন্ট বাছাই করবে মার্কিন কংগ্রেস। জনপ্রতিনিধিরাই প্রেসিডেন্ট বাছবেন। আর ভাইস প্রেসিডেন্ট বাছবে সেনেট। উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হন জো বাইডেন। আর পরবর্তীতে ডেমোক্র্যাট প্রার্থী হয়ে ভাইস প্রেসিডেন্ট হন ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস।
আরও পড়ুন:https://tribetv.in/hindu-devotees-attacked-by-khalistani-supporters-in-canadas-brampton/
কোনও কোনও প্রদেশে ট্রাম্পের জনপ্রিয়তা বেশি, তবে কমলা হ্যারিসের সমর্থকের সংখ্যাও নেহাত কম নয়। তাই ‘টাই’ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না অনেকে। তবে বলা ভালো, আধুনিক আমেরিকায় এমন কোনও নজির না থাকলেও ২০০ বছর আগে ১৮০০ সালের নির্বাচনে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।
আরও পড়ুন: https://tribetv.in/must-win-usa-election-for-donald-trump-to-avoid-jail/
অন্যদিকে, আমেরিকার এবারের নির্বাচন কমলা হ্যারিসের কাছে শুধুমাত্র হোয়াইট হাউস দখলের লড়াই হলেও ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কাছে এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এই নির্বাচনে রিপাবলিকান-এর প্রেসিডেন্ট পদপ্রাথী ডোনাল্ড ট্রাম্প ভোটে জিতলে তিনি দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউস যাবেন। কিন্তু, যদি তিনি ভোটে হেরে যান তাহলে তার ঠাঁই হবে কারাগারে। ভোটে জিতলে তিনিই হবেন “সিকান্দার”। কিন্তু যদি এই নির্বাচনে রিপাবলিকান-এর প্রেসিডেন্ট পদপ্রাথী ডোনাল্ড ট্রাম্প হেরে যান তাহলে তার কারাবাস হওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করছেন আমেরিকার আইনজীবীরা।