ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের ঘটনা এই রাজ্যে আরএসএস সহ বিজেপির কাছে বাড়তি পাওনা। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ধর্মীয় মেরুকরন রাজনীতির এটা এক বড় সুযোগ।
কিন্তু জেলায় জেলায় সেভাবে সাড়া পাওয়া যাচ্ছে না। সবটাই হচ্ছে কলকাতা কেন্দ্রিক। সাধুসন্তরা পথে নেমেছে। কলকাতায় তাঁরা সভা করছে। কিন্তু জেলায় তাঁদের উপস্থিত নেই।
আরএসএস জানতে চাইলো তাদের সব সংগঠনের কাছে বলে সূত্রের খবর। সূত্র আরও বলছে,
প্রথম থেকেই ঠিক ছিলো, বাংলাদেশের ঘটনায় প্রতিবাদে বিজেপির পতাকা ব্যবহার করা যাবে না। কিন্তু সবাইকে যোগ দিতে হবে। কলকাতার বুকে নানা সংগঠনের নামে প্রতিবাদ সভা হয়। সমর্থন করে থাকে আরএসএস। সব সভায় ছিল বিজেপির কর্মীরা। কিন্তু বিভিন্ন জেলায় সেভাবে কোনও প্রতিবাদ সভা হয়নি। আরএসএস জানতে চেয়েছে, কেন এমন হচ্ছে?
আরও পড়ুন: https://tribetv.in/weather-update-kolkata-to-see-chill-wind-cold/
বিজেপির ব্যাখ্যায়, তারা সদস্য সংগ্ৰহে কাজে আছে। কিন্তু এই কথায় আরএসএস খুশি নয়।জানুয়ারি মাসে আসছেন সংঘ প্রধান মোহন ভাগবত। তার আগে বিজেপির সাংগঠনিক ২৩ জেলায় মিছিল, সভা করতে বলা হয়েছে। প্রয়োজনে সাধুদের নিয়ে যেতে হবে।
আরও পড়ুন: https://tribetv.in/kestopur-murder-incident-facebook-friend-arrested/
মেদিনীপুর সাংগঠনিক জেলা বাদে সাধুদের নিয়ে আর কোথায় মিছিল সভা হয়নি। আপাতত শুধু সদস্য সংগ্রহ নয় পাশাপাশি জেলায় জেলায় বাংলাদেশ ইস্যুতে কাজে লাগাতে নির্দেশ দিয়েছে আরএসএস বলে সূত্রের খবর।