ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বেঙ্গালুরুর (Bengaluru Incident) চিক্কাবানাভারার নির্জন স্থান থেকে শনিবার উদ্ধার হয় এক ব্যক্তির নলি কাটা দেহ। এক রিয়েল এস্টেট ব্যবসায়ী নৃশংস ভাবে খুন করা হয়েছে। মৃতের নাম লোকনাথ সিং। বয়স ৩৭ বছর। ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে তাঁরই স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে। তথ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ আটক করেছে দুই অভিযুক্তকে।
একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক (Bengaluru Incident)
দীর্ঘদিন সম্পর্কে থাকার পর দু’বছর আগে পরিবারের কাউকে না জানিয়ে রেজিস্ট্রি বিয়ে করেন লোকনাথ ও তাঁর স্ত্রী। তার পর দীর্ঘ সময় কেটে গেলেও দুই পরিবারের কেউই বিয়ের কথা জানতেন না। বিয়ের পরও বাবা-মায়ের কাছেই থাকতেন লোকনাথের স্ত্রী। সম্প্রতি এক ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের সামনে আসে লোকনাথের বিয়ের বিষয়টি (Bengaluru Incident)। একইসঙ্গে তাঁর একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক ও বেআইনি কাজে জড়িয়ে থাকার বিষয়েও জানতে পারেন স্ত্রী।
আরও পড়ুন: Wife Murdered Husband: বিয়ের আগেই ছিল প্রেম, ভাড়াটিয়া খুনি দিয়ে খুন করলেন স্বামীকে!
নলি কেটে খুন করে (Bengaluru Incident)
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, লোকনাথ সিংয়ের স্ত্রী প্রথমে তাঁর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়৷ সেই খাবার খেয়ে লোকনাথ সি্ং কিছুটা আচ্ছন্ন হয়ে পড়লে গাড়িতে করে তাঁকে ওই নির্জন জায়গায় নিয়ে যায় তাঁর স্ত্রী এবং শাশুড়ি৷ সেখানেই ওই যুবকের গলার নলি কেটে তাঁকে খুন করে দেহটি গাড়ির মধ্যে রেখেই পালায় দুই অভিযুক্ত। মৃত ব্যবসায়ীর শাশুড়িও জামাইকে খুন করতে মেয়েকে সাহায্য করেছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে৷