ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তরপ্রদেশের আউরাইয়ায় এক মর্মান্তিক (Wife Murdered Husband) ঘটনায় স্বামীকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক তরুণীকে। অভিযুক্তা প্রগতি যাদব (২২) চার বছর ধরে অনুরাগ যাদব নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। কিন্তু পরিবারের চাপে গত ৫ মার্চ দিলীপ নামে অন্য এক যুবকের সঙ্গে তাঁর জোরপূর্বক বিয়ে দেওয়া হয়।
বিয়ের পরেই খুন (Wife Murdered Husband)
বিয়ের মাত্র দুই সপ্তাহ পর, ১৯ মার্চ, দিলীপকে একটি মাঠে গুলি করে হত্যা (Wife Murdered Husband) করা হয়। তদন্তে পুলিশ জানায়, প্রগতি ও তাঁর প্রেমিক অনুরাগ রামাজি চৌধুরি নামে এক ভাড়াটে খুনিকে ২ লক্ষ টাকা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটান। ঘটনার দিন রামাজি ও তাঁর সহযোগীরা দিলীপকে মাঠে নিয়ে গিয়ে মারধর ও গুলি করে। গুরুতর জখম নিয়ে হাসপাতালে মৃত্যু হয় দিলীপের।
চলছে তদন্ত (Wife Murdered Husband)
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ রামাজিসহ তিনজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে পিস্তল, কার্তুজ ও মোবাইল জব্দ করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পিছনে আরও কে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: Sukanta Majumdar: শাহী দরবারে ছুটলেন সুকান্ত মজুমদার, কিন্তু কেন?
পূর্বের ঘটনা
এই ঘটনা মনে করিয়ে দিয়েছে মেরঠের সৌরভ রাজপুত হত্যাকাণ্ডের কথা, যেখানে স্ত্রী মুস্কান রস্তোগী প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যা করেছিলেন। সাম্প্রতিক সময়ে সম্পর্কজনিত হত্যার এমন ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে।
