ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সৌরভ হত্যাকাণ্ডের রেশ কাটতে (Wife Threats Husband) না কাটতেই উত্তরপ্রদেশের মেরঠে আবারও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এবার এক যুবক অভিযোগ করেছেন, তাঁর স্ত্রী তাঁকে হত্যা করে দেহ টুকরো করে ড্রামে ভরার হুমকি দিয়েছেন। ঘটনাটি মেরঠের কাঁকের খেরা এলাকায় ঘটেছে।
মাথা ফাটানোর অভিযোগ (Wife Threats Husband)
যুবক বাবলু কুমার জানান, সোমবার সকালে তাঁর স্ত্রী ইট দিয়ে (Wife Threats Husband) তাঁর মাথায় আঘাত করেন এবং সৌরভ রাজপুতের মতো তাঁর অবস্থা করবেন বলে হুমকি দেন। ভয় পেয়ে তিনি থানায় যান, কিন্তু পুলিশ তাঁর অভিযোগ নিতে চায়নি বলে দাবি করেন। অন্যদিকে, পুলিশের বক্তব্য, বাবলুর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে এবং তাঁকে আশ্বস্ত করে বাড়ি পাঠানো হয়েছে।
নিয়মিত ঝগড়া
জানা গেছে, বাবলু নিয়মিত মদ্যপান করেন, যা নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর প্রতিদিন (Wife Threats Husband) ঝগড়া হয়। রবিবার রাতে মদ্যপান নিয়ে বিবাদ বেড়ে যাবার পর স্ত্রী বাবলুর হাতে কামড় দেন। এরপর সোমবার সকালে ইট দিয়ে মারা হয়। বাবলুর স্ত্রী থানায় আগে পৌঁছে গিয়েছিলেন, যার ফলে পুলিশ তাঁর কথায় কম গুরুত্ব দিয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন: Closure Meat Shops During Navratri: নবরাত্রিতেই ঈদ, মাংসের দোকান বন্ধ রাখার দাবি বিজেপির
চলছে তদন্ত
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানানো হয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, সাম্প্রতিক সহিংস ঘটনাগুলি যেন আরও বিপজ্জনক রূপ না নেয়।