ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গুগল (Google Time Travel) আপনাকে সুযোগ দিচ্ছেন অতীতে হাঁটার! কী অবাক হচ্ছেন? বিষয়টি কিন্তু সত্যি। আসলে টেক জায়ান্ট সংস্থাটি এক নতুন ফিচার নিয়ে এসেছে। এই ফিচারের সাহায্যে অতীতদর্শন করা যাবে। এর জন্য আপনাকে গুগল ম্যাপ বা গুগল আর্থ অ্যাপটি খুলে লোকেশন সার্চ করতে হবে। তারপর লেয়ার অপশনে গিয়ে টাইম ল্যাপ্স সিলেক্ট করতে হবে। এতে আপনি দেখতে পারবেন অতীতের দেশ বিদেশ কেমন ছিল ঠিক।
৩০ বছর আগের মানচিত্র চোখের সামনে (Google Time Travel)
আপনি যে জায়গায় রয়েছেন, সেই জায়গাটি অতীতে কেমন ছিল, তার দৃশ্য নাকি আপনি দেখতে পাবেন। আবার যদি আপনার মনে হয়, ১৯৫০ সালে নানা দেশ বিদেশ কেমন ছিল অতীতে এক বার দেখবেন, তা-ও সম্ভব। তবে খুব বেশি অতীতে যেতে পারবেন না। ৩০-৪০ বছর পিছিয়ে যাওয়ার সুযোগ দেবে গুগ্ল। আবার যেমন, কলকাতা শহরের কোনও একটি জায়গা ৩০ বছর আগে কেমন ছিল, তা সার্চ দিয়ে দেখা যাবে। সেই জায়গাটির আশপাশ তখন কেমন ছিল, তার ছবি দেখতে পাবেন গুগ্ল আর্থে (Google Time Travel)। এমনকি জায়গাটি জ়ুম করে রাস্তাঘাটও দেখা যাবে। এমনই সময় সফর করার প্রযুক্তি নিয়ে এসেছে গুগ্ল ম্যাপ ও গুগ্ল আর্থ।
গাড়ি ও ট্র্যাকারের তোলা ছবি অন্তর্ভুক্ত (Google Time Travel)
এছাড়াও, গুগল তাদের স্ট্রিট ভিউ ফিচারে নতুন কিছু সংযুক্ত করেছে। এর মধ্যে গাড়ি ও ট্র্যাকারের তোলা ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ ভিন্ন এক ভার্চুয়াল ভ্রমণের অভিজ্ঞতা দেবে। গুগল এখন পর্যন্ত ২৮০ বিলিয়নেরও বেশি ছবি যুক্ত করেছে, যার ফলে আপনি আরও গভীরভাবে স্থানগুলো এক্সপ্লোর করতে পারবেন। যা আপনাকে ঘরে বসেই পৃথিবীর নানা প্রান্তে অতীত ভ্রমণের অভিজ্ঞতা দেবে।
আরও পড়ুন: Poco Phones: বাজারে পোকোর নতুন ফোন, ভারতে আসছে কবে?
কীভাবে দেখবেন অতীত
- প্রথমে গুগ্ল ম্যাপ বা গুগ্ল আর্থ খুলুন।
- এ বার জায়গার নাম সার্চে দিন। জায়গাটি এলে, সেখান থেকে লেয়ার অপশনে গিয়ে টাইম ল্যাপ্সে ক্লিক করতে হবে।
- ঠিক কতটা পিছিয়ে গিয়ে জায়গাটি দেখতে চান, তা নির্বাচন করতে হবে। তা হলেই সেই সময়কালে জায়গাটির ছবি ফুটে উঠবে।
- গুগ্ল আর্থে ইতিমধ্যেই ‘হিস্টোরিক্যাল ইমেজারি’ বলে একটি অপশন যোগ করা হয়েছে।
- গুগ্ল আর্থে গিয়ে যে দেশের যে জায়গাটি দেখতে চান, সেটি সার্চ করে সরাসরি ‘হিস্টোরিক্যাল ইমেজারি’ অপশনে যান। সেখানে টাইমলাইন দেখাবে। সেখানে ৩০-৪০ বছর অবধি পিছিয়ে যেতে পারবেন। সেই সময়ে গিয়ে জায়গাটি কেমন ছিল, তা খুব ভাল ভাবেই দেখা যাবে।
- জায়গাটি দেখে নিলেন। এ বার ‘স্ট্রিট ভিউ’ অপশনে যান। সেখানে গিয়ে রাস্তাঘাটের ত্রিমাত্রিক ছবি দেখতে পাবেন। জ়ুম করে দেখলে সেই সময়ে রাস্তা কেমন ছিল, পুরনো বাড়িগুলি কেমন দেখতে ছিল, তা-ও দেখতে পাবেন।