Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। আর এই উৎসবের দিনগুলিতে নিজেকে কেমন ভাবে সাজাবেন বুঝতে পারছেন না? উৎসবের বিশেষ দিনগুলিতে কোন লুকটা ট্রাই করলে আপনি হয়ে উঠবেন সবার থেকে একেবারে আলাদা, মোহময়ী।
আর আপনি যদি নিজের সাজগোজের ব্যাপারে যদি যথেষ্ট সচেতন হন তাহলে চোখ বুঝে ভরসা করতে পারেন তৃপ্তি দিমরিকে। ‘অ্যানিম্যাল’ থেকে ‘বুলবুল’-এর মতো ছবি রয়েছে তার ভাঁড়ারে। অভিনয়ের পাশাপাশি তাঁর সৌন্দর্যেও মুগ্ধ দর্শকেরা। বলিউডের অন্যতম স্টাইল আইকন, হট অভিনেত্রী তৃপ্তি দিমরি।
আর উৎসবের এই মরশুমেই মুক্তি পেতে চলেছে অভিনেত্রী তৃপ্তি দিমরির ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও। নতুন এই ভিডিও মুক্তির জন্য একেবারে প্রস্তুত তৃপ্তি। একই সঙ্গে আসন্ন উৎসবের দিনগুলিতে ফ্যাশন ফ্যাক্টর মিস না করার বিষয়টিও নিশ্চিত করেছেন বি-টাউনের এই স্টাইলিশ আইকন লেডি।

সম্প্রতি তৃপ্তি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে সে একটি সুন্দর লেহেঙ্গা পরে রয়েছেন। আর সুন্দর কারুকাজের এই লেহেঙ্গাটি তাঁকে আরও অসম্ভব সুন্দরী করে তুলেছে। যেন একেবারে পারফেক্ট গরবা সাজ।

নিজের ইন্সটাগ্রামে পোস্ট করা ছবিতে তৃপ্তিকে দেখা গিয়েছে, একটি সবুজ লেহেঙ্গা পরা সঙ্গে মানানসই জুয়েলারি সেট। ফ্লোরাল কম্বিনেশনের সঙ্গে সুবজ লেহেঙ্গা এবং ম্যাচিং ব্লাউজে একেবারে ট্রাডিশন লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। পুজোর দিনগুলিতে আপনিও তৃপ্তি দিমরির মত এরকম লুক ট্রাই করতে পারেন। তাহলে আর দেরি কেন? চতুর্থী থেকেই শুরু করে দিন নতুন নতুন লুক ট্রাই।