ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিল্লির ব্যস্ত রাস্তায় ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা (Women Stabbed In Delhi)। ১৯ বছরের তরুণীকে কুপিয়ে খুনের চেষ্টা করলো তরুণীরই এক বন্ধু। ঘটনাটি দক্ষিণ-পশ্চিম দিল্লির কিরবি প্লেস বাস স্টপ এলাকার। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, কী ভাবে তরুণীকে আক্রমণ করেছেন যুবক। ওই হামলার পর অভিযুক্তও নিজেকে একই ছুরিতে আহত করেছে বলে জানা যাচ্ছে। ভিড় রাস্তায় এক তরুণীকে কুপিয়ে চলেছে এক তরুণ! এমনই এক দৃশ্যের সাক্ষী হল দক্ষিণপশ্চিম দিল্লি। কিরবি প্লেস বাস স্টপ অঞ্চলের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
তরুণ ছুরি দিয়ে নিজেকেও আহত (Women Stabbed In Delhi)
রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে দক্ষিণ-পশ্চিম দিল্লির কিরবি প্লেস বাস স্টপ এলাকায়। ১৯ বছর বয়সি ওই তরুণীকে একাধিকবার ছুরি দিয়ে আঘাত করেন অভিযুক্ত ২০ বছর বয়সি তরুণ। এতে তরুণীর ঘাড় ও পেটে গুরুতর চোট লাগে (Women Stabbed In Delhi)। এরপর অভিযুক্ত তরুণ ছুরি দিয়ে নিজেকেও আহত করেন। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, ওই তরুণী ও অভিযুক্ত হামলার পর রাস্তার ডিভাইডারে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁদেরকে ঘিরে রয়েছে পথচলতি জনতার ভিড়।
সম্প্রতি বন্ধুত্বের অবনতি (Women Stabbed In Delhi)
পুলিশ সুত্রে খবর, গত প্রায় এক বছর ধরে তাঁরা একে অপরের পরিচিত। তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। কিন্তু সম্প্রতি কোনও বিষয়কে কেন্দ্র করে দু’জনের ঝামেলা হয়। তার জেরেই এই আক্রমণ। কী নিয়ে অশান্তি হয়েছিল, কোন আক্রোশ থেকে যুবক তরুণীকে খুনের চেষ্টা করলেন, তিনি নিজেও আত্মহত্যা করতে চেয়েছিলেন কি না, খতিয়ে দেখছে পুলিশ। দক্ষিণ-পশ্চিমের ডিসিপি সুরেন্দ্র চৌধুরী বলেন, ‘জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা গিয়েছে যে চগত এক বছর ধরে বন্ধু ছিল ওই তরুণ-তরুণী। কিন্তু সম্প্রতি সেই বন্ধুত্বের অবনতি হয়। সেই কারণেই এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।’
আরও পড়ুন: Recruitment Test Cancelled: বাতিল ২০২৩ সালের নিয়োগ, রাস্তায় চাকরিপ্রার্থীরা
ভয়ানক চোট লেগেছে
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে হামলার ছুরি। ওই তরুণীর ঘাড় ও পেটের বাঁদিকে ভয়ানক চোট লেগেছে বলে জানা যাচ্ছে। গুরুতর আহত অভিযুক্তও। দু’জনকে ডিডিইউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সেখানেই চিকিৎসধীন। অমিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।