ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গ্রামের এক কোণা থেকে অপর কোণা। বাঁকুড়ার (bankura) কোতুলপুরের হরিপুরে ব্যাঙের ছাতায় মতো ক্রমশ গজিয়ে উঠেছে বেআইনি মদ ও জুয়ার ঠেকের সংখ্যা। অন্ধকার নামলেই প্রকাশ্যে মদ বিক্রি থেকে শুরু করে মদ্যপান চলছে। আর মদের আসর থেকে উড়ে আসছে অশ্রাব্য গালিগালাজ। বাড়ি ফিরে ঘরে ঘরে গৃহবধূদের উপর চলছে অত্যাচার। প্রতিবাদ করলেও মিলছে না ফল। এবার প্রতিবাদে পথে নামল এলাকার শতাধিক প্রমিলাবাহিনী।
হরিপুর শিশু শিক্ষাকেন্দ্র সংলগ্ন এলাকায় চলেছে অবাধে চলাই মদের কারবার। যার জেরে স্কুল পড়ুয়ারা স্কুলে যেতে বাধার সম্মুখীন হচ্ছে। তেমনি গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছেন না মহিলারাও। মহিলাদের অভিযোগ বারংবার স্থানীয় রাজনৈতিক দলে জানিয়েও হয়নি সমাধান। পুলিশকে জানিয়েও মেলেনি ফল। ২ থেকে ৪ দিন বন্ধ থাকার পর আবার শুরু হয় অবাধে চলাই মদের কারবার(bankura) ।
আরও পড়ুন: প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন, যাবজ্জীবন সাজা গৃহবধূর
আরও পড়ুন: প্রেমের টানে স্বামী-সন্তান ছেড়ে কেরলে পাড়ি, মর্মান্তিক পরিণতি গৃহবধুর
মদের আসরে আসামাজিক কাজকর্ম, অশ্রাব্য গালিগালাজ। একটা স্কুলের পাশে যদি চোলাই মদ বিক্রি হয়, পরিবেশের কি অবস্থা হয়? প্রশ্ন অভিভাবকদেরও। শুধু মদের গন্ধই নয়, অভিযোগ, নোংরা ভাষায় দিনভর কথা বলে লোকজন। ঘরের নেশাগ্রস্ত স্বামীরা মদ খেয়ে নিত্যদিন মারধর করে নিজের স্ত্রী থেকে ছেলেমেয়েদের।
এবার বাঁকুড়ার (bankura) কোতুলপুরের হরিপুরে পথে নামল এলাকার শতাধিক প্রমিলাবাহিনী। গ্রামের শতাধিক মহিলারা একত্রিত হয়ে মদ কারবারীদের ঠেকে বিক্ষোভ দেখায়। পাশাপাশি যাতে মহিলাদের উপর নেশাগ্রস্ত ব্যাক্তিরা চড়াও না হয় তার জন্য ঘটনাস্থলে হাজির হয়েছে কোতুলপুর থানার পুলিশ।