Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এখনও পর্যন্ত বিশ্বকাপের স্বপ্ন অধরা থেকেছে ভারতীয় মহিলা দলের ক্রিকেটারদের। বিশ্বকাপের লক্ষ্য স্থির রেখেই মাঠে নামছেন হরমনপ্রীত, স্মৃতিরা (Women’s ODI World Cup)।
Women’s ODI World Cup 2025
ভারতীয় পুরুষ ক্রিকেট দল দু’বার বিশ্বকাপ পেলেও এখনও সেটা অধরা মহিলা ক্রিকেট দলের। সব বাধা কাটিয়ে দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই লক্ষে যে দল প্রস্তুত সেই বার্তাই শোনা গেলো দলের অধিনায়ক হরমনপ্রীতের গলায়। এর আগে বিশ্বকাপ ফাইনালে পৌঁছালেও অধরা থেকেছে বিশ্বকাপ। মিতালী, ঝুলনদের হাত ধরে ভারত বহুবার নিজেদের সেরাটা তুলে ধরেছে বিশ্ব মঞ্চে কিন্তু বিশ্বকাপের স্বপ্নপূরণ হয় নি। এবার সেই স্বপ্নপূরণের লক্ষে ভারতীয় শিবির (Women’s ODI World Cup)।

২০১৬ সালে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল ভারতে। সেই ২০১৬ সালের পর আবার ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আসর। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মেয়েদের ODI বিশ্বকাপ আর তারই ট্রফি ট্যুর উদ্বোধন অনুষ্ঠান হয়ে গেলো মুম্বইয়ে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের তুই প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংহ ও মিতালি রাজ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ICC-র চেয়ারম্যান জয় শাহ ছাড়াও ভারতীয় মহিলা দলের বর্তমান সদস্য হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা ও জেমাইমা রড্রিগেজ (Women’s ODI World Cup)।
স্মৃতি মন্ধানার উপর প্রত্যাশা থাকবেই কারণ ব্যাটিং ডিপার্টমেন্টের মূল দায়িত্ব এখন তাঁর কাঁধেই (Women’s ODI World Cup)। সেই অনুষ্ঠানে উপস্থিত দলের অধিনায়ক হরমনপ্রীত ভারতীয় সমর্থকদের প্রত্যাশার কথা উল্লেখ করে বলেন ‘তিঁনি চান এবার তাঁদের স্বপ্নপূরণ হোক এবং সেই মতো তাঁরা তাঁদের সবটা দিতে প্রস্তুত।’ সাথে তিঁনি আরো যোগ করেন ‘আমি যুবরাজ সিংহকে যত দেখি, ততবার বাড়তি শক্তি ও অনুপ্রেরণা পাই।’
আরও পড়ুন: Weather Update: আর বেশিদিন নেই, ভারী বৃষ্টির সম্ভাবনা, কী জানাল হাওয়া অফিস!
২০০৫ ও ২০১৭ সালে মিতালি রাজের নেতৃত্বে ভারত বিশ্বকাপ ফাইনালে উঠলেও তাঁদের থামতে হয় রানার্স আপ হয়ে। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিরূদ্ধে সিরিজ খেলতে মাঠে নামবে ভারত আর সেটাই হবে তাঁদের নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার প্রথম মঞ্চ। যেকোনো দেশের কাছেই বিশ্বকাপ স্পেশাল ঠিক তেমনই ভারতের কাছেও সেই কথাও তাঁর বক্তব্যে উল্লেখ করেছেন হরমনপ্রীত (Women’s ODI World Cup)।

২০২৩ সালের বিশ্বকাপে অপরাজিত থেকে বিশ্বকাপ ফাইনালে ওঠে ভারতীয় পুরুষ ক্রিকেট দল কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয় ভারতীয় দল ও তাদের সমর্থকদের। ২০১১ সালে ভারতের পুরুষ দল বিশ্বকাপ যেতে ধোনির অধিনায়কত্বে। মাঝের এই খরা কাটিয়ে আবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন কি পূরণ হবে ভারতীয় মহিলা দলের হাত ধরে? সেই দিকেই তাকিয়ে আছে ভারতের সমর্থক ও গোটা দেশ (Women’s ODI World Cup)।