ট্রাইব টিভি বাংলা ডিজিটাল:মোদীর(PM Modi) শ্রীলঙ্কা সফরেই বড় আশ্বাস দিশানায়েকের। শ্রীলঙ্কার মাটি এবং জলপথ ব্যবহার করে ভারতের নিরাপত্তা বিঘ্নিত করতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা দিশানায়েক। শ্রীলঙ্কার মাটিতে প্রভাব বাড়ছে চিনের। এই নিয়ে ভারতের উদ্বেগের মধ্যেই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে কথা দিলেন অনুরাকুমার দিশানায়েক।
প্রধানমন্ত্রী মোদীকে শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মান(PM Modi)
শুক্রবার সন্ধ্যায় শ্রীলঙ্কা পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Modi)। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার পাঁচ মন্ত্রী। শনিবার সকালে কলম্বো ইন্ডিপেন্ডেন্স স্ক্যোয়ারে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। সেখানে তাঁকে স্বাগত জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী মোদীকে শ্রীলঙ্কার সর্বোচ্চ সম্মান ‘মিত্র বিভূষণ’-এও সম্মানিত করা হয়।
কলম্বোয় মোদীর সঙ্গে বৈঠক অনুরার(PM Modi)
শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় মোদীর(PM Modi)সঙ্গে বৈঠক করেন অনুরা। প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারক (মউ)-ও স্বাক্ষরিত হয়। এই প্রথম বার প্রতিরক্ষা ক্ষেত্রে দুই প্রতিবেশী দেশের মউ স্বাক্ষরিত হল। পরে বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, মোদীর সঙ্গে বৈঠকে অনুরা কথা দিয়েছেন, শ্রীলঙ্কার মাটি এবং জলভাগ ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। দুই রাষ্ট্রনেতার বৈঠকে আরও একাধিক চুক্তির কথা চূড়ান্ত হয়েছে। এদিন সামপুর সোলার পাওয়ার প্রোজেক্টের ভার্চুয়ালি উদ্বোধন করেন মোদী ও দিশানায়েক।
লঙ্কার মাটিতে ভারতবিরোধী কার্যকলাপ নয়, আশ্বাস অনুরার
বৈঠকে দিশানায়েক বলেন, যখন শ্রীলঙ্কা খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছে, তখনই পাশে দাঁড়িয়েছে ভারত। ২০১৯ সালে কলম্বোয় ধারাবাহিক বিস্ফোরণ, কোভিড পরিস্থিতি কিংবা সাম্প্রতিক অর্থনৈতিক সংকট- সবসময় ভারত শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন দিশানায়েক। তখনই তিনি জানান, শ্রীলঙ্কার মাটিকে ব্যবহার করে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে এমন কোনও কাজ করতে দেবেন না তিনি।
আরও পড়ুন: Pakistan Nuclear Weapons : কেন পাকিস্তানের পরমাণু প্রকল্প ধ্বংস করতে ব্যর্থ হয়েছিল ভারত-ইজ়রায়েল?
চতুর্থ বার শ্রীলঙ্কা সফরে মোদী
এই নিয়ে চতুর্থ বার শ্রীলঙ্কায় গেলেন মোদী। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন বাম নেতা অনুরা। এর পরে ডিসেম্বরে দিল্লি এসে মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। সেই বৈঠকেও শ্রীলঙ্কার মাটিকে ভারত-বিরোধী তৎপরতায় ব্যবহার না করার আশ্বাস দিয়েছিলেন তিনি। তবে শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরের একাংশ চিন ইজারা নেওয়ায় পরিস্থিতির উপর সর্ব ক্ষণ নজর রেখে গিয়েছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে শনিবার মোদীর সঙ্গে বৈঠকে আবারও নিজেদের অবস্থানের কথা জানালেন অনুরা।
প্রসঙ্গত, গত কয়েক বছরে চিনের বেশ কিছু জাহাজ শ্রীলঙ্কার দক্ষিণে, ভারত মহাসাগরে ঘুরপাক খেয়েছে। শ্রীলঙ্কার হামবানটোটা আন্তর্জাতিক সমুদ্রবন্দরের একাংশ ইজারা নিয়েছে চিন। এই পরিস্থিতিতে মোদীর সঙ্গে বৈঠকে অনুরার এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।